২০০২ সালে ভারতীয় দলে অভিষেক হয় ঝুলনের। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ভারতীয় মহিলা দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলান তিনি।
২০০৭ সালে আইসিসি মহিলা বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন এই বঙ্গ তনয়া। ২০১০ সালে পেয়েছেন অর্জুন পুরস্কার। ২০১২ সালে পদ্মশ্রী দিয়ে ঝুলনকে সম্মান জানায় ভারত সরকার।
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ২০০ উইকেট নিয়ে আজ অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ২০১৮-এ ইতিহাস তৈরি করলেন ঝুলন। মহিলা ক্রিকেটে ঝুলনই প্রথম যিনি ২০০ উইকেটের মালিক হলেন।
ওডিআই ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার পাশাপাশি টেস্টে ৪০টি উইকেট আছে ঝুলনের। টি২০ ক্রিকেটে উইকেটের সংখ্যা ৫০। ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট ঝুলনেরই।
বিশ্ব মহিলা ক্রিকেটের দ্রুততম বোলারও ঝুলন। ঘণ্টায় গড়ে ১২০ কিলোমিটার বেগে বল করেন তিনি।