চর্চায়: ধোনিকে নিয়ে নতুন জল্পনা ক্রিকেটমহলে। ফাইল চিত্র
বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সদ্য বাদ পড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি না জানা নেই। শুক্রবার বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয় ধোনির ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেন, ‘‘এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’’
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার দিনই ঝাড়খণ্ডের রঞ্জি ট্রফি দলের সঙ্গে দীর্ঘক্ষণ অনুশীলন করেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হারের পরে প্রায় ছ’মাস মাঠের বাইরে ছিলেন। তবুও নেটে ব্যাট করার সময় তাঁর মধ্যে কোনও জড়তা লক্ষ্য করতে পারেননি ঝাড়খণ্ড কোচ রাজীব কুমার। সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘‘সত্যি কথা বলছি। এত দিন পরে অনুশীলন শুরু করায় ভেবেছিলাম মাহির মধ্যে জড়তা থাকবে। নেটে ব্যাট করতে সমস্যা হবে। কিন্তু আমি বিস্মিত। ঝাড়খণ্ডের বাকি ক্রিকেটারদের মতোই ছন্দে ও। সব চেয়ে বেশি অবাক করেছে ওর ব্যাটিং। নেটে কি সাবলীল। প্রত্যেকটি বল ব্যাটের মাঝে এসে লাগছে।’’ যোগ করেন, ‘‘স্পিনারদের নেটেও যেমন ছন্দে, পেসারদের নেটেও তেমনই আগ্রাসী। এমনকি বাকি ব্যাটসম্যানদের মতো থ্রো ডাউনও নিল ও।’’
ঝাড়খণ্ড কোচ জানেন না আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরবেন কি না। তবে তিনি নিশ্চিত, এখন থেকেই আইপিএল-এর অনুশীলন শুরু করে দিয়েছেন তাঁর রাজ্যের সেরা তারকা।