Paralympics 2024

টোকিয়োর পর প্যারিস প্যারালিম্পিক্সেও সোনা সুমিতের, গড়লেন নতুন নজির

সোমবার ছ’টি সুযোগের মধ্যে প্রথম বারেই সুমিত ৬৯.১১ মিটার বর্শা ছুড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এর পরেই ৭০.৫৯ মিটার দূরে বর্শা ছুড়ে নিজের নজির ভাঙেন সুমিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০০:২৮
Share:

সুমিত আন্টিল। ছবি: রয়টার্স।

টোকিয়ো প্যারালিম্পিক্স এবং ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পর প্যারিস প্যারালিম্পিক্সেও জ্যাভলিনে সোনা জিতে নজির তৈরি করলেন সুমিত আন্টিল। সোমবার এফ৬৪ বিভাগে ৭০.৫৯ মিটার দূরে বর্শা ছুড়েছেন সুমিত। এর আগের বিশ্বরেকর্ডও তাঁরই দখলে ছিল। টোকিয়োয় এফ৬৪ বিভাগে ৬৮.৫৫ মিটার বর্শা ছুড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি।

Advertisement

সোমবার ছ’টি সুযোগের মধ্যে প্রথম বারেই সুমিত ৬৯.১১ মিটার বর্শা ছুড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এর পরেই ৭০.৫৯ মিটার দূরে বর্শা ছুড়ে নিজের নজির ভাঙেন সুমিত। তার সঙ্গে নিশ্চিত করেলন ভারতের তৃতীয় স্বর্ণপদক।

২০১৯ সালে দুবাইয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জিতে টোকিয়োর টিকিট নিশ্চিত করেছিলেন সুমিত। ২০২০ সালে টোকিয়ো প্যারালিম্পিক্স এফ৬৪ বিভাগে ৬৮.৫৫ মিটার বর্শা ছুড়ে সকলের নজর কেড়েছিলেন সুমিত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement