Jasprit Bumrah

বোলিংয়ের সময় গোড়ালি মচকে গেল বুমরার, উদ্বেগে ভারতীয় দল

সদ্য কোমরের চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন ডানহাতি পেসার। সেই কারণে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাঁকে নিয়ে উদ্বিগ্ন। বিরাট কোহালির দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

অকল্যান্ড শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ১৭:৩৩
Share:

বুমরার এই ছবিই দুশ্চিন্তায় রাখছে ক্রিকেটমহলকে। ছবি: এফপি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে দাপটে হারানোর সুবাসের মধ্যেও দুশ্চিন্তার ছায়া ভারতীয় শিবিরে। কারণ, বোলিং করার সময় পা মচকে গিয়েছিল জশপ্রীত বুমরার। তাঁর পায়ের অবস্থা কেমন, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Advertisement

নিউজিল্যান্ডের ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে চোট পান বুমরা। রস টেলরকে বল করার সময় পা মচকে যায় তাঁর। রিপ্লেতে দেখা যায়, তাঁর বাঁ পা পিচে পড়েছিল বেকায়দায়। যার ফলে ফলো থ্রুতে বসেই পড়েন তিনি। বেশ কিছুক্ষণ সেই ভাবেই থাকেন। তাঁকে দেখে মনে হচ্ছিল যে তীব্র যন্ত্রণা হচ্ছে। পরিচর্যার পর তিনি অবশ্য ওভারের বাকি বলগুলো করেন। তবে ওভার শেষ করলেও রান-আপে তাঁর সমস্যা হচ্ছিল। ম্যাচ শেষের পর তাঁর স্ক্যান করার কথা রয়েছে। তখনই বোঝা যাবে তাঁর চোট কতটা গুরুতর।

সদ্য কোমরের চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন ডানহাতি পেসার। সেই কারণে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাঁকে নিয়ে উদ্বিগ্ন। তার যে কারণও রয়েছে, তা এদিনের পারফরম্যান্সেই প্রতিফলিত। চার ওভারে মাত্র ৩১ রান দিয়েছেন তিনি। নিয়েছেন এক উইকেট। সেখানে তিন ওভারে ৪৪ রান দিয়েছেন শার্দুল ঠাকুর, মহম্মদ শামি চার ওভারে দিয়েছেন ৫৩ রান।

Advertisement

আরও পড়ুন: ছয় মেরে জেতালেন শ্রেয়াস, অকল্যান্ডে ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারাল ভারত

আরও পড়ুন: শরীর ছুড়ে কোহালির ক্যাচ ধরলেন গাপ্টিল, ফেরালেন বিশ্বকাপের স্মৃতি

বিরাট কোহালির দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। টিম ইন্ডিয়ার এক নম্বর স্ট্রাইক বোলারও বুমরা। তাই সফরের প্রথম ম্যাচেই তাঁর চোট চিন্তা বাড়াচ্ছে। নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের একদিনের সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এই সিরিজের পরের টি-টোয়েন্টি রবিবার। পা যে ভাবে পড়েছিল, তাতে পরের ম্যাচে তাঁকে নামানো ঝুঁকি হয়ে যেতে পারে বলে মনে করছে ক্রিকেটমহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement