কোহালির হাতের প্রধান অস্ত্র বুমরা। ছবি—টুইটার থেকে।
ভারতীয় ক্রিকেটে প্রচলিত রয়েছে, আইপিএল-এ ভাল খেললে জাতীয় দলের দরজা খুলে যায়। যশপ্রীত বুমরার নামেও এমনই মিথ প্রচলিত রয়েছে।
কিন্ত জাতীয় দলের তারকা পেসার তাঁর সম্পর্কে চালু এই ধারণা নিজেই ভেঙে দিয়েছেন যুবরাজ সিংহের সঙ্গে ইনস্টাগ্রামে কথা বলার সময়ে।
২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বুমরার আত্মপ্রকাশ ঘটে আইপিএল-এ। সে বার তাঁর অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়ে চর্চা হয়েছিল।
আরও পড়ুন: এক অজি ক্রিকেটার ‘দাদা’ বলে ডাকার পরই অবসরের সিদ্ধান্ত নেন যুবরাজ!
প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্চার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিনটি উইকেট নিয়েছিলেন। বুমরা বলছেন, ‘‘আইপিএল-এ ভাল খেলায় জাতীয় দলে আমি ডাক পাই এমন একটা কথা আমার সম্পর্কে শোনা যায়। ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম খেলি। সেই বছর, ২০১৪ এবং ২০১৫ সালে আমি নিয়মিত খেলিনি। বিজয় হাজারের মতো ঘরোয়া টুর্নামেন্টে ভাল খেলায় ২০১৬ সালে জাতীয় দলে আমি ডাক পাই।’’
টেস্ট ক্রিকেটে দেশের হয়ে খেলতে নামেন ২০১৮ সালে। যুবির সঙ্গে কথা বলার সময়ে বুমরা টেস্ট ক্রিকেটের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তিনি বলছেন, ‘‘অনেক বোলারই আমাকে বলে ওয়ানডে, টি টোয়েন্টিই খেলতে চাই। কিন্তু ওরা ভুলে যায় টেস্ট ক্রিকেট এক জনকে পরিপূর্ণ ক্রিকেটার করে তোলে।’’