Cricket

নেটে মাথায়-পাঁজরে বল মারতেও ভাবে না বুমরা, বলছেন কোহালি

মঙ্গলবার অজিদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ ভারতের। তার আগে নেটে কোহালির উইকেট ভেঙে দেন বুমরা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ১৮:৪০
Share:

বুমরার দিকে নজর থাকবে সবার। ছবি— পিটিআই।

বিপক্ষের ব্যাটসম্যানকে সামনে পেলে ‘বিষ’ ঢেলে দেন যশপ্রীত বুমরা। কখনও ইয়র্কার দেন, কখনও শর্ট রান আপে বাউন্সার দেন। নেটেও ভারতের তারকা পেসার গতির ঝড় তোলেন।

Advertisement

সতীর্থদের মাথায়, পাঁজরে বল মারতেও দ্বিধা বোধ করেন না বুমরা। সোমবার সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বিরাট কোহালি এক অন্য বুমরার ছবি তুলে ধরলেন। বিরাট বলেন, ‘‘যে কোনও ফরম্যাটের ক্রিকেটে বুমরা বিশ্বের অন্যতম স্কিলফুল বোলার। ম্যাচের তীব্রতা নেটে এনে দেয় বুমরা। আমাদের মাথায়, পাঁজরে আঘাত করতেও দ্বিতীয় বার ভাবে না।’’

প্রাক্তন পাক তারকা ওয়াসিম আক্রম প্রসঙ্গে সতীর্থরা এখনও বলে থাকেন, নেটে অনুশীলনের সময়ে আক্রম কাউকে ছাড়তেন না। তাঁর বল আছড়ে পড়ত সতীর্থদের শরীরে। তাঁরা আঘাত পেতেন। রক্তাক্ত হতেন। বুমরাও তেমনই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক পরিবেশ তৈরি করেন নেটে। কোহালি বলছেন, ‘‘নেটে বিশ্বসেরা বোলারের মোকাবিলা করাটা দারুণ ব্যাপার। বুমরার বিরুদ্ধে খেলার সময়ে আমি নিজেই নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিই। প্রতিদিন নেটে বুমরাকে বাউন্ডারি মারা সম্ভব নয়।’’

Advertisement

মঙ্গলবার অজিদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ ভারতের। তার আগে নেটে কোহালিকে আউট করেন বুমরা। সেই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে কোহালি বলেন, ‘‘চার বছর ধরে বুমরা খেলছে। আজ নিয়ে দ্বিতীয় দিন নেটে ওর বলে আউট হলাম।’’

২০১৮ সালে অ্যাডিলেড টেস্টের আগে কোহালিকে নেটে আউট করেছিলেন বুমরা। অজিদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের আগেও বুমরার শিকার কোহালি। ওয়াংখেড়েতে ‘বুম বুম’ বুমরার দিকে নজর থাকবে সবার, তা বলাই বাহুল্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement