Bangladesh

সুনীলদের থামানো জামাল পরীক্ষা নেবেন মোহনবাগানের

এই মুহূর্তে পদ্মাপারে শেখ কামাল ক্লাব কাপ খেলতে ব্যস্ত মোহনবাগান।শুক্রবার চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে কঠিন ম্যাচ সবুজ-মেরুন-এর। দুটো ম্যাচ জিতে শেষ চারে পৌঁছে গিয়েছে জামাল ভুঁইয়ার চট্টগ্রাম আবাহনী।

Advertisement

অভি দে

কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ১৯:৪৬
Share:

যুবভারতী ক্রীড়াঙ্গনে সুনীল ছেত্রীর ভারতের বিরুদ্ধে দাপিয়ে খেলেছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া।

খুব বেশিদিন আগের কথা নয়। যুবভারতী ক্রীড়াঙ্গনে সুনীল ছেত্রীর ভারতের বিরুদ্ধে দাপিয়ে খেলেছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। ১০ দিনের মাথায় ভারতের ক্লাবের বিরুদ্ধে নামছেন তিনি।

Advertisement

এই মুহূর্তে পদ্মাপারে শেখ কামাল ক্লাব কাপ খেলতে ব্যস্ত মোহনবাগান।শুক্রবার চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে কঠিন ম্যাচ সবুজ-মেরুন-এর। দুটো ম্যাচ জিতে শেষ চারে পৌঁছে গিয়েছে জামাল ভুঁইয়ার চট্টগ্রাম আবাহনী। বাগান-শিবির আবার পয়েন্ট টেবলে ভাল জায়গায় নেই। দু’ ম্যাচ খেলে তিন পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবলে দু’ নম্বরে থাকলেও স্বস্তি নেই বাগানে। কারণ শুক্রবার ইয়ং এলিফ্যান্টসের ম্যাচ রয়েছে মলদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের সঙ্গে। ফলে শুক্রবার নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে চট্টগ্রামে। মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে জামাল বলছেন, ‘‘ প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই ম্যাচকে আমরা হালকা ভাবে নিচ্ছি না। কারণ আমাদের প্রতিপক্ষ মোহনবাগান। ক্লাবের ঐতিহ্য আমাদের জানা। এরকম একটা ক্লাবের বিরুদ্ধে খেলতে নামলে আমাদের তো সতর্ক থাকতেই হবে। তবে অন্যান্য ম্যাচের মতোই এই ম্যাচটা আমরা জিততে চাই এবং জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।“

টুর্নামেন্টের শুরু থেকেই ছুটছে চট্টগ্রাম আবাহনী। জামাল নিজেও দুটো ম্যাচে অসম্ভব ভাল খেলেছেন। গোল করছেন, গোলের পাস বাড়াচ্ছেন। শুক্রবার তাঁকে নিশ্চয় নজরে রাখবেন কিবু ভিকুনা। জামাল অবশ্য বলছেন,“জানি না কাল প্রথম থেকে খেলব কিনা। কারণ সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচও রয়েছে।’’ সাইফ স্পোর্টিং ক্লাবের জার্সিতে কত ফুলই না ফুটিয়েছেন জামাল। শেখ কামাল ক্লাব কাপের জন্য চট্টগ্রাম আবাহনী লোনে নিয়েছে তাঁকে। বাংলাদেশের ৬ নম্বর জার্সিধারী বলছেন, ‘‘চট্টগ্রাম আমাকে এই টুর্নামেন্টের জন্য লোনে নিয়েছে। তাই আমি মাঠে নেমে ওদের হয়ে প্রতিটি ম্যাচে সেরা পারফরম্যান্স দিতে চাই।“

Advertisement

বছর কয়েক আগে আইএসএল-এ এটিকের হয়ে খেলে গিয়েছেন মামুনুল ইসলাম। জামালের খেলা দেখার পরে এই বঙ্গের অনেকেই তাঁর প্রশংসা করেছেন। জামাল নিজেও এ দেশে খেলতে চান। জামাল বলছিলেন, ‘‘দেখুন আমি পেশাদার ফুটবলার। ভারতের কোনও ক্লাবথেকে অফার পেলে নিশ্চয় ভাবনাচিন্তা করব।’’

আরও পড়ুন: জিতলেও অস্বস্তিতে থাকল মোহনবাগান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement