অনিল কুম্বলে। ছবি: পিটিআই।
রবি শাস্ত্রীর বিরুদ্ধে ঘুরিয়ে মুখ খুললেন এবার ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ অনিল কুম্বলে। বুঝিয়ে দিলেন, শাস্ত্রীর এই অভিযোগের কোনও ভিত্তিই নেই। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে আজ থেকেই শুরু হয়ে গেল নতুন কোচের শিবির। সেখানেই সাংবাদিক সম্মেলনে অনিল কুম্বলে বলেন, ‘‘আমি কোচ হওয়ার পর প্রথম রবিকে ফোন করেছিলাম। ও এই দল নিয়ে দারুণ কাজ করেছে। কিন্তু এটা আমি বা রবির ব্যাপার নয়। এটা প্লেয়ার, এটা টিমের ব্যাপার।’’
কোচের দায়িত্ব পাননি। ভেবেই নিয়েছিলেন তিনিই হবেন ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ। কিন্তু সেই ভাবনায় জল ঢেলে দিয়েছে বিসিসিআই-এর টেকনিক্যাল কমিটি। যে কমিটিতে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ। এই কমিটি বেছে নিয়েছে অনিল কুম্বলেকে। তার পর থেকেই রবি শাস্ত্রীর আক্রমণের শিকার হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর দায়িত্ব না পাওয়ার জন্য সব দায় তিনি চাপিয়ে দিয়েছেন সৌরভের উপরই। কিন্তু কোচ নয় আসল যে প্লেয়াররা সেটাই বুঝিয়ে দিলেন কুম্বলে। তিনি বলেন, ‘‘আমার মতে আমরা সবাই চাই ভারতীয় দল ভাল করুক। এবং নিজেদের সেরাটা দিক। এটাও সবাই বিশ্বাস করি এই ভারতীয় দলের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে যাতে সব ফর্ম্যাটের ক্রিকেটেই সাফল্য তুলে আনতে পারে। ও এই চলার অংশ ছিল। এখন আমি। এটাই বলতে চেয়েছি।’’
রবি শাস্ত্রীকে আশ্বস্ত করতেই হয়তো কুম্বলে বলেন, ‘‘আগামীকাল হয়তো অন্য কেউ থাকবে। আমি এখানে সারাজীবন থাকব না। আমার কাছে একটা সুযোগ এসেছে কিছু করে দেখানোর। আর আমার সামনে সুযোগ এসেছে ভারতীয় দলের সঙ্গে চলার। আমি এই জার্নির অংশ হতে পেরে গর্বিত।’’
আরও খবর
মূর্খের রাজ্যে বাস করছেন শাস্ত্রী! পাল্টা তোপ সৌরভের