India

দোষারোপ করা আমাদের দলের সংস্কৃতি নয়, সাফ বলছেন বুমরা

বুমরা-মহম্মদ শামির দাপটে নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৩৫ রানে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০৪:৪৯
Share:

বিধ্বংসী: দ্বিতীয় দিন সকালে বুমরা-শামির পেস আক্রমণের সামনে ভেঙে পড়ে নিউজ়িল্যান্ড ব্যাটিং। এএফপি, রয়টার্স

ভারতীয় পেসারদের সৌজন্যে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের সকালে দুরন্ত প্রত্যাঘাত করেছিল ভারত। কিন্তু দিনের শেষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় আবার ম্যাচের রাশ চলে গিয়েছে নিউজ়িল্যান্ডের হাতে। তা বলে ব্যাটসম্যানদের দোষারোপ করতে চান না যশপ্রীত বুমরা। অনেক দিন বাদে চেনা মেজাজে দেখা গিয়েছে বুমরাকে। কেন উইলিয়ামসন-সহ তিন উইকেট তুলে নেওয়া বোলার পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, কারও ঘাড়ে দোষ চাপানো এই দলের সংস্কৃতি নয়।

Advertisement

রবিবার দিনের শেষে সাংবাদিক বৈঠকে এসে বুমরা বলেছেন, ‘‘আমরা কারও উপরে দোষ চাপাতে চাই না। আমাদের দলটা ওই রকম সংস্কৃতিতে বিশ্বাস করে না। বোলাররা যদি কোনও দিন উইকেট না পায়, তা হলে ব্যাটসম্যানরা কি আমাদের সম্পর্কে কিছু বলবে?’’

বুমরা-মহম্মদ শামির দাপটে নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৩৫ রানে। সাত রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। দিনের শেষে ভারতের রান ছ’ উইকেটে ৯০। ব্যাট করছেন হনুমা বিহারী এবং ঋষভ পন্থ।

Advertisement

বুমরা আশা করছেন, এই দুই ব্যাটসম্যান তৃতীয় দিন দলকে টেনে নিয়ে যেতে পারবেন। বুমরার কথায়, ‘‘দল হিসেবে আমরা চাইব ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার। আমাদের দু’জন ব্যাটসম্যান অপরাজিত আছে। কালও তাই আমরা ম্যাচটাকে নিজেদের হাতে রাখার আপ্রাণ চেষ্টা করব। যত বেশি সম্ভব রান তোলার লক্ষ থাকবে। তার পরে দেখা যাক কী হয়।’’

সাংবাদিক বৈঠকে বুমরা বারবার জোর দিয়েছেন ‘দোষারোপ’ না করার উপরে। বলেছেন, ‘‘আমরা সবাই সবার পাশে আছি। একটা দল হিসেবে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি সাফল্য পাওয়ার জন্য। মানছি, দিনের শেষে আমাদের একটু বেশি উইকেটই পড়ে গিয়েছে। কিন্তু তা বলে কাউকে দোষারোপও করব না। আমরা চেষ্টা করছি সবাই যেন একাত্ম থাকে।’’

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ এবং প্রথম টেস্টে কোনও রকম দাগ কাটতে না পারার জন্য কাঠগড়ায় তোলা হয়েছে বুমরাকে। তবে বুমরা এই সমালোচনা নিয়ে মাথা ঘামাতে চান না। বলছেন, ‘‘আমি নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে নজর দিই না। আমার লক্ষ্য থাকে ঠিক মতো প্রস্তুতির উপরে আর মাঠে নেমে ভাল বল করার দিকে। আমি চাই, ব্যাটসম্যানদের উপরে চাপ তৈরি করে যেতে। কোনও দিন আমি উইকেট পাব, কোনও দিন অন্য কেউ পাবে।’’

বুমরা মনে করেন, তাঁর মানসিকতা নিয়ে কোনও প্রশ্ন উঠলে, সেটার দিকে নজর দিতে হবে। বুমরার কথায়, ‘‘আমার মানসিকতা বা বল করার ক্ষেত্রে যদি কোনও সমস্যা থাকে, তা হলে সেটা নিয়ে কথা উঠতেই পারে। ফলের উপরে নজর না দিয়ে আমি জোর দিই পদ্ধতিটার উপরে। পদ্ধতিটা ঠিক থাকলেই হল।’’

ক্রাইস্টচার্চের পিচ নিয়ে বুমরা বলেছেন, ‘‘প্রথম দিন উইকেটে আর্দ্রতা ছিল। যেটা কাজে লাগিয়ে আমাদের ব্যাটিংকে ধাক্কা দেয় ওরা। দ্বিতীয় দিনেও বোলাররা সিমে ফেলে বল নড়াচড়া করাতে পেরেছে। এখানে ঠিক জায়গায় বলটা ফেলতে হবে আর চাপ তৈরি করতে হবে। তা হলেই সাফল্য আসবে।’’

এই টেস্টে শামি এবং বুমরার জুটি প্রথম ইনিংসে সাত উইকেট তুলে নিয়েছে। যা নিয়ে ২৬ বছর বয়সি পেসার বলছেন, ‘‘বোলিং গ্রুপ হিসেবে আমরা কিন্তু বিপক্ষের উপরে চাপ তৈরি করতে পেরেছিলাম। আমরা সেই লক্ষ্য রেখেই বল করে যাব। দলের সিনিয়র সদস্য হিসেবে টানা বল করার সুযোগ পেয়ে খুব ভাল লেগেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement