ফিকরু তেফেরা লেমেসা: ২০১৪ সালের ১২ অক্টোবর আইএসএলের প্রথম গোলটি আসে ফিকরুর পা থেকে। ওই ম্যাচে মুম্বই সিটি এফসিকে ৩-০ গোলে পরাজিত করে এটিকে।
লুইস গার্সিয়া: প্রথম মরসুমেই আইএসএলের ৫০তম গোলটি আসে। লিভারপুলের প্রাক্তন এই তারকা এটিকের হয়ে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে করেন ৫০তম গোলটি। ম্যাচটির ফল ছিল ১-১।
রোমিও ফার্নান্ডেজ: টুর্নামেন্টের শততম গোলটি দেখার জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি ফুটবল সমর্থকদের। প্রথম মরসুমেই নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে লিগের শততম গোলটি করেন এফসি গোয়ার রোমিও ফার্নান্ডেজ। ম্যাচটি গোয়া জিতেছিল ৩-০ গোলে।
ইয়ান হিউম: আইএসএলের অন্যতম ধারাবাহিক ফুটবলার কানাডার এই স্ট্রাইকার। আইএসএলের ২০০ তম গোলটি আসে হিউমেরই পা থেকে। ২০১৫ সালে এটিকের জার্সি গায়ে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গোলটি করেছিলেন হিউম। এটিকের পক্ষে ম্যাচের ফল ছিল ৪-১।
হোফ্রে গঞ্জালেস: ২০১৫ আইএসএলেই আসে লিগের ৩০০তম গোলটি। এফসি গোয়ার জার্সি গায়ে দিল্লি ডায়নামোজের বিরুদ্ধে গোলটি করেছিলেন হোফ্রে। ম্যাচটি গোয়া জিতেছিল ৩-২ গোলে।
কেন লুইস: ২০১৬ সালে কেন লুইসের পা থেকে আসে আইএসএল ইতিহাসের ৪০০তম গোলটি। দিল্লি ডায়নামোজের হয়ে এফসি পুণে সিটির বিরুদ্ধে গোলটি করেছিলেন কেন। যদিও ম্যাচটি দিল্লি হেরেছিল ৪-৩ গোলে।
ড্যানিলো লোপেজ: আইএসএলের ৫০০তম গোলটি আসে এই মরসুমেই। গোলটি করেন নর্থইস্ট ইউনাইটেডের ড্যানিলো লোপেজ। ম্যাচটি নর্থইস্ট জিতে নেয় ২-০ গোলে।