Sports News

আইএসএল-এর ফাইনাল কলকাতায়, ওপেনিং ম্যাচ সরে গেল কোচিতে

২০১৪র অক্টোবর থেকে এই কলকাতার মাঠ থেকেই শুরু হয়েছিল আইএসএল-এর পথ চলা। সেই সময় যুবভারতীতে হয়েছিল বিরাট জলসা। কিন্তু কখনও ফাইনাল হয়নি কলকাতায়। কলকাতা দু’বার আইএসএল চ্যাম্পিয়ন হলেও ঘরের মাঠে ফাইনাল খেলা হয়নি তাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ২১:০৭
Share:

১৭ নভেম্বর অ্যাটলেটিকো কলকাতা বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ দিয়ে কলকাতায় শুরু হওয়ার কথা ছিল চতুর্থ আইএসএল। কিন্তু ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনালের সাফল্য দেখে আইএসএল-এর ফাইনালও কলকাতায় করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যে কারনে ওপেনিং ম্যাচ চলে যাচ্ছে কোচিতে। যার ফলে কলকাতা প্রথমে অ্যাওয়ে ম্যাচ খেলবে কোচির মাঠে। আর আগের ফিক্সচার অনুযায়ী ৯ ফেব্রুয়ারি ২০১৮তে কোচিতে খেলতে যাওয়ার কথা ছিল কলকাতার। সেই ম্যাচটি হবে কলকাতায়। বাকি পুরো ফিক্সচারই অপরিবর্তিত থাকছে।

Advertisement

আরও পড়ুন

এ বার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ফিফার প্রশ্নের মুখে এআইএফএফ

Advertisement

আইসিসির নিয়ম মেনেই ডাগ আউটে ওয়াকি টকি ব্যবহার বিরাটের

২০১৪র অক্টোবরে এই কলকাতার মাঠ থেকেই শুরু হয়েছিল আইএসএল-এর পথ চলা। সেই সময় যুবভারতীতে হয়েছিল বিরাট জলসা। কিন্তু কখনও ফাইনাল হয়নি কলকাতায়। কলকাতা দু’বার আইএসএল চ্যাম্পিয়ন হলেও ঘরের মাঠে ফাইনাল খেলা হয়নি তাদের। তাই এ বার কলকাতাকে ফাইনাল উপহার দিল আইএসএল কর্তৃপক্ষ। ১৭ মার্চ (শনিবার) ২০১৮তে হবে আইএসএল-এর ফাইনাল। এ বার চার মাস ধরে চলবে আইএসএল। বৃহস্পতিবার প্রেস রিলিজ দিয়ে এই সূচি পরিবর্তনের কথা জানিয়ে দিল আইএসএল কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement