এটিকে মোহনবাগান

নতুন বছর জয় দিয়ে শুরু করতে মরিয়া প্রীতম, তিরি, প্রণয়রা

চেন্নাইয়িনের বিরুদ্ধে ড্রয়ে খুশি হতে পারেননি কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। তাই নতুন বছরেও প্রথমদিনে ছুটি পেলেন না রয় কৃষ্ণরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৬:১৭
Share:

নতুন বছরেও অনুশীলনে খামতি নেই কৃষ্ণ, প্রবীরদের। ফাইল ছবি

লিগ টেবিলের শীর্ষে থেকেই নতুন বছর শুরু করছে এটিকে মোহনবাগান। কিন্তু চেন্নাইয়িনের বিরুদ্ধে ড্রয়ে খুশি হতে পারেননি কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। তাই নতুন বছরেও প্রথমদিনে ছুটি পেলেন না রয় কৃষ্ণরা।

Advertisement

এ বার সামনে পাহাড়ের দল নর্থ ইস্ট ইউনাইটেড। সেখানে হাবাস-ব্রিগেডের লক্ষ্য তিন পয়েন্টই। নতুন বছরে প্রীতম কোটালের লক্ষ্য কী? এটিকে মোহনবাগানের নির্ভরযোগ্য ডিফেন্ডার জানালেন, “আশা করব নতুন বছরে করোনা-মুক্ত হয়ে ফের স্বাভাবিক হবে আমাদের জীবন। আগের মতো আবার গ্যালারিতে বসে সমর্থকরা আমাদের খেলা দেখার সুযোগ পাবেন। মাঠে নেমে আমার লক্ষ্য থাকবে যে দলের হয়ে খেলছি তাদের জন্যে ট্রফি জেতা।”

নর্থ ইস্ট ম্যাচে প্রীতমের লক্ষ্য যে কোনও মূল্যে তিন পয়েন্ট। বলেছেন, “মুম্বই লিগ টেবিলে আমাদের সঙ্গে সমান তালে টক্কর দিচ্ছে। সে কারণেই নর্থ ইস্ট ম্যাচটা আমাদের জিততেই হবে। ম্যাচটা জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনই লিগ টেবিলে আরও ভাল জায়গায় থাকা যাবে।”

Advertisement

আরও খবর: এখন ব্রাইটকে ঘিরেই আশার আলো দেখছেন ইস্টবেঙ্গল কোচ ফাওলার

আরও খবর: লাল-হলুদের সংসারে চলে এলেন ব্রাইট এনোবাখারে

ডিফেন্সে প্রীতমের সতীর্থ তিরির লক্ষ্য নিজেদের ভুলগুলি শুধরে নেওয়ার পাশাপাশি দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়া। বলেছেন, “লিগ শীর্ষে আছি বলে নর্থ ইস্টের বিরুদ্ধে বাড়তি কোনও সুবিধা পাব না। তবে চাপেও নেই। এটা নতুন ম্যাচ, নতুন ভাবেই শুরু করতে হবে। এর পরে মুম্বই ম্যাচ রয়েছে। তবে সেটা নিয়ে এখনই ভাবছি না।”

মিডফিল্ডার প্রণয় হালদারের লক্ষ্য নতুন বছরে ভারতীয় দলে সুযোগ পাওয়া। বলেছেন, “চোট মুক্ত থাকতে চাই। নতুন বছর শুরু করতে চাই জয় দিয়েই। ওরা উইং দিয়ে আক্রমণ করে। আমাদের গোলের সুযোগগুলো কাজে লাগাতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement