Antonio Lopez Habas

জিতেও চোট সমস্যা নিয়ে চিন্তায় হাবাস

এ বার ডেভিড উইলিয়ামসেরও চোটের কথা জানালেন কোচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ০২:০৪
Share:

আন্তোনিও লোপেজ হাবাস।

টানা তিনটি ম্যাচে জিতেও খুশি হতে পারছেন না এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বৃহস্পতিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে শেষ মিনিটের গোলে জিতলেও হাবাসের চিন্তা ফুটবলারদের চোট।

Advertisement

মাইকেল সুসাইরাজ প্রথম ম্যাচেই চোট পেয়ে কার্যত প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছেন। এডু গার্সিয়ারও চোট আছে বলে বুধবার জানান হাবাস। এ বার ডেভিড উইলিয়ামসেরও চোটের কথা জানালেন কোচ। কত দিনে এঁদের আবার পাওয়া যাবে, সে সম্পর্কে এখনই কোনও ধারণাই নেই হাবাসের।

ডেভিড উইলিয়ামসের চোট নিয়ে হাবাস বলেন, “এডু, সুসাইরাজের মতো ডেভিড উইলিয়ামসেরও চোট হয়েছে। আশা করি ওরা তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবে।”

Advertisement

আরও পড়ুন: কৃষ্ণর গোলে জয়ের হ্যাটট্রিক এটিকে-মোহনবাগানের

দলের জয় নিয়ে হাবাসের বক্তব্য, “আজ আমরা সেরা পারফরম্যান্স করতে পারিনি। প্রতি ম্যাচে একটা দল অবশ্য সমান ভাল খেলতে পারে না। তা সত্ত্বেও যে আমরা এক গোলে জিততে পেরেছি, সেটাই আসল। তবে আমাদের খেলায় উন্নতি করতে হবে।”

মনবীর সিংকে আগের দুই ম্যাচে পরিবর্ত হিসেবে নামিয়েছিলেন হাবাস। এই ম্যাচে তাঁকে শুরু থেকে খেলানো নিয়ে কোচ বলেন, “মনবীর ভাল ফুটবলার, ওর মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েছি। তাই ওকে দিয়ে আজ শুরু করিয়েছিলাম।”

আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় নটরাজন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement