ISL 2020-21

চেন্নাইয়িনের আজ মরণ-বাঁচন লড়াই

এই মুহূর্তে ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট চেন্নাইয়িনের। যদিও গোয়ার বিরুদ্ধে জিতলেও রহিম আলিদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৫১
Share:

ছবি আইএসএল।

সপ্তম আইএসএলের প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখার শেষ সুযোগ চেন্নাইয়িন এফসি-র সামনে। আজ, শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে জিততেই হবে দু’বারের আইএসএল চ্যাম্পিয়নদের। হারলেই শেষ হয়ে যাবে শেষ চারে খেলার স্বপ্ন।

Advertisement

এই মুহূর্তে ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট চেন্নাইয়িনের। যদিও গোয়ার বিরুদ্ধে জিতলেও রহিম আলিদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। তারা যদি পর পর পয়েন্ট নষ্ট করে, তা হলেই চেন্নাইয়িনের সামনে ক্ষীণ সুযোগ রয়েছে লিগ টেবলে প্রথম চারটি দলের মধ্যে থাকার। শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কোচ কাসাবা লাজ়লো বলেছেন, ‘‘বাকি তিনটি ম্যাচে জেতা ছাড়া আমরা অন্য কিছু ভাবছি না। আমাদের পাখির চোখ এখন গোয়াকে হারানো।’’ টানা ছ’টি ম্যাচে জয় অধরা চেন্নাইয়িনের। হেরেছে তিনটি। ড্রও করেছে তিনটি ম্যাচে। কাসাবা এখনও ভুলতে পারছেন না জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আগের ম্যাচে শেষ মুহূর্তে এনেস সিপোভিচের আত্মঘাতী গোলে হারের যন্ত্রণা। বলেছেন, ‘‘জামশেদপুরের বিরুদ্ধে জয়ের সুবর্ণ সুযোগ ছিল আমাদের। পুরো ম্যাচে ওরা আমাদের গোল লক্ষ্য করে একটাই শট নিয়েছিল। দুর্ভাগ্যবশত সেটাই সিপোভিচের পায়ে লেগে গোলে ঢুকে যায়। ওই ম্যাচটা জিতে থাকলে আমরা লিগ টেবলে অনেক ভাল জায়গায় থাকতাম।’’

গোয়া শেষ পাঁচটি ম্যাচেই ড্র করেছে। এই মুহূর্তে ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট ইগর আঙ্গুলো-দের। শনিবার চেন্নাইয়িনের বিরুদ্ধে জিতলেও অবশ্য প্লে-অফে খেলা নিশ্চিত হবে না গোয়ার। তবে সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে। প্রথম পর্বে চেন্নাইয়িনের বিরুদ্ধে ১-২ হেরেছিল গোয়া। শনিবার দ্বিতীয় পর্বের দ্বৈরথে জিততে মরিয়া ইগর-দের কোচ খুয়ান ফের্নান্দো বলেছেন, ‘‘প্রথম পর্বের ম্যাচের আগে মাত্র দু’দিন প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছিলাম। এ বার আমরা তৈরি। তবে আমি চিন্তিত ফুটবলারদের ক্লান্তি নিয়ে। যদিও মানসিক ভাবে ওরা সকলেই উজ্জীবিত হয়ে রয়েছে।’’

Advertisement

সুনীলদের কোচ জার্মানির মার্কো: বেঙ্গালুরু এফসি-র নতুন কোচ হলেন জার্মানির মার্কো পেজ়াইওলি। ৫২ বছর বয়সি এই মার্কো জার্মানির অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ ও ১৮ জাতীয় দলে
কোচিং করিয়েছেন। আইএসএল চলাকালীনই কার্লেস কুদ্রাতকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেয় বেঙ্গালুরু। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন নৌশাদ মুসা। শুক্রবার সরকারি ভাবে মার্কোর নাম ঘোষণা করেছে বেঙ্গালুরু। নতুন কোচের অধীনে সুনীলরা ঘুরে দাঁড়াতে পারেন কি না, এখন
সেটাই দেখার।

শনিবার আইএসএলে: চেন্নাইয়িন এফসি বনাম এফসি গোয়া (সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস টু চ্যানেলে)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement