ওস্তাদের মার শেষ রাতে। গোলের পর ঈশ্বরকে ধন্যবাদ জানালেন রয় কৃষ্ণ। ছবি - আইএসএল
লিগ তালিকার বর্তমান অবস্থান। শীর্ষে ওঠার লক্ষ্যে সবুজ মেরুন।
৯৪ মিনিট - ফুল টাইম। ওডিশা এফসিকে ৪-১ গোলে উড়িয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল আন্তোনিয়ো লোপেজ হাবাসের এটিকে মোহনবাগান।
৯৩ মিনিট - অহেতুক সময় নষ্টের জন্য এবার হলুদ কার্ড দেখেলন প্রিতম কোটাল।
৯০ মিনিট - মনবীরের চোট। মাঠে নামলেন এনসং সিংহ।
৮৬ মিনিট - আবার গোল। এবারও ফিজি তারকা গোল করে দলকে ৪-১এ এগিয়ে দিলেন।
৮৩ মিনিট - পেনাল্টি থেকে দলের জন্য তৃতীয় গোল করে সবুজ মেরুনকে ৩-১ এ এগিয়ে দিলেন কৃষ্ণ।
৮১ মিনিট- ফের ফুটবলার বদল। এবার হাভি হারনান্দেজের বদলে মাঠে নামলেন জয়েস রানে।
৬৯ মিনিট - মার্সেলো পেরেরার পরিবর্তে ডেভিড উইলিয়ামসকে মাঠে নামালেন হাবাস।
৬৪ মিনিট - চলতি প্রতিযোগিতায় ফের হলুদ কার্ড দেখলেন প্রনয় হালদার।
৫৪ মিনিট - ফিজি তারকা রয় কৃষ্ণর দুরন্ত পাস থেকে গোল করে ফের সবুজ মেরুনকে এগিয়ে দিলেন তরুণ স্ত্রাইকার মনবীর। ২-১ গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান।
৪৬ মিনিট - দ্বিতীয়ার্ধের খেলা শুরু। তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামলেন হাবাসের ছেলেরা।
৪৫ মিনিট - ডিফেন্সের ভুলে বিশ্বমানের গোল। কোল আলেকজাণ্ডারের গোলে সমতা ফেরালো ওডিশা এফসি।
২৩ মিনিট - ব্রযব্ধান বাড়াতে পারত সবুজ মেরুন। কৃষ্ণর পাস দিলেন দূর পাল্লার শটে গোলের সুযোগ নষ্ট করলেন লেনি রড্রিগেজ।
১৯ মিনিট - লাগাতার আক্রমণ। ওডিশা ডিফেন্সের উপর চাপ তৈরি করছেন রয় কৃষ্ণ ও মার্সেলো পেরেরা।
১১ মিনিট - মনবীর সিংহের অনবদ্য গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান।
২ মিনিট - মার্সেলো পেরেরাকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন জেকব ট্রেট।
একটা দলের অবস্থান ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবচেয়ে নিচে। অন্য দল সমসংখ্যক ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। সবচেয়ে নিচে থাকা দল যদি ওডিশা এফসি হয় তাহলে অপর দলটি হল এটিকে মোহনবাগান। তবু সবুজ মেরুন শিবিরের কান্ডারি আন্তোনিয়ো লোপেজ হাবাস শীর্ষ স্থানাধিকারী মুম্বইয়ের সঙ্গে ওডিশার কোনও পার্থক্য দেখছেন না। বরং ওডিশার বিরুদ্ধে প্রথম একাদশে বদল আনলেন স্প্যানিশ কোচ।