ISL 2020-21

নর্থ ইস্টকে ২-০ হারিয়ে শীর্ষে উঠে এল এটিকে মোহনবাগান

জিতে আইএসএলের লিগ তালিকায় মুম্বইকে টপকে শীর্ষে এখন এটিকে মোহনবাগান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ১৯:৫১
Share:

আইএসএলে ষষ্ঠ গোল করে ফেললেন রয় কৃষ্ণ। ছবি টুইটার থেকে নেওয়া।

খেলা শেষ। ২-০ জিতল এটিকে মোহনবাগান। একইসঙ্গে মুম্বই সিটি এফসি-কে টপকে লিগ তালিকায় এক নম্বরে উঠে এল হাবাসের দল।

Advertisement

৯০ মিনিট: ২-০ এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। আরও গোলের সুযোগ এসেছিল। কিন্তু ব্যবধান বাড়েনি। ৫ মিনিট বাড়তি সময় দেওয়া হল।

৭৮ মিনিট: ডাবল চেঞ্জ করলেন হাবাস। তুলে নিলেন গার্সিয়া, প্রবীরকে। নামালেন গ্লেন মার্টিন্স ও মনবীরকে।

Advertisement

৭৫ মিনিট: ড্রিঙ্কস ব্রেক। এটিকে মোহনবাগান ২-০ এগিয়ে।

৭২ মিনিট: ফ্রিকিক থেকে নর্থ ইস্টের ফ্রেডরিকোর নেওয়া শট লাগল বারে। গোলের মধ্যে থাকলে বিপদ হতে পারত এটিকে মোহনবাগানের।

৫৮ মিনিট: আত্মঘাতী গোল নর্থ ইস্টের বেঞ্জামিন ল্যামবোটের। ২-০ এগিয়ে গেল এটিকে মোহনবাগান।

৫১ মিনিট: রয় কৃষ্ণর গোল। শরীর ছুড়ে হেডে এটিকে মোহনবাগানকে ১-০ এগিয়ে দিলেন তিনি। যা প্রতিযোগিতায় তাঁর ষষ্ঠ গোল।

৪৯ মিনিট: ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা এটিকে মোহনবাগানের প্রবীর দাসের।

শুরু দ্বিতীয়ার্ধের খেলা। শেষ ৪৫ মিনিটে গোল করতেই অভ্যস্ত হাবাসের দল। সেই ধারা কি এই ম্যাচেও অব্যাহত থাকবে?

প্রথমার্ধের খেলা শেষ। কোনও দলই গোল করতে পারেনি। এটিকে মোহনবাগানের দাপট থাকলেও তা স্কোরশিটে প্রতিফলিত নয়।

৪৫ মিনিট: তিন মিনিটের ইনজুরি টাইম দেওয়া হল। এখনও গোল হয়নি। হলুদ কার্ড দেখলেন এটিকে মোহনবাগানের কার্ল।

৪১ মিনিট: বক্সের মধ্যে থেকে এটিকে মোহনবাগানের প্রবীর দাসের হেড বাইরে গেল।

৩৯ মিনিট: হলুদ কার্ড দেখলেন এটিকে মোহনবাগানের শুভাশিস।

৩৫ মিনিট: ফ্রিকিক থেকে এডু গার্সিয়ার শট সরাসরি নর্থ ইস্ট গোলরক্ষক গুরমীতের হাতে।

৩১ মিনিট: কুলিং ব্রেক।

২৮ মিনিট: নর্থ ইস্ট গোলমুখে ফের হানা এটিকে মোহনবাগান। কিন্তু, নর্থ ইস্ট গোলরক্ষক গুরমীত দুর্দান্ত ভাবে আটকালেন রয় কৃষ্ণর বাড়ানো বল।

২৭ মিনিট: নর্থ ইস্ট রক্ষণের ভুলে সুযোগ পেয়ে গিয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু তা কাজে এল না।

২৫ মিনিট: গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল নর্থ ইস্ট। কিন্তু, তা কর্নার হল। কর্নার থেকে নেওয়া হেড গেল বাইরে।

১৮ মিনিট: এটিকে মোহনবাগানের কার্লের হেড উপর দিয়ে বেরিয়ে গেল।

১৫ মিনিট: এখনও গোল হয়নি। এটিকে মোহনবাগানকে গোলের জন্য মরিয়া দেখাচ্ছে। অন্য দিকে, রক্ষণ সামলে আক্রমণে ওঠায় মন দিয়েছে নর্থ ইস্ট।

৬ মিনিট: এটিকে মোহনবাগান রক্ষণে হানা নর্থ ইস্টের। যা প্রতিহত করলেন সন্দেশ ঝিঙ্গান।

১ মিনিট: পয়লা মিনিটেই নর্থ ইস্টের বক্সে আক্রমণ সবুজ-মেরুন জার্সিধারীদের।

শুরু হয়ে গেল ম্যাচ। মাঠের বাঁ দিক থেকে আক্রমণে উঠছে এটিকে মোহনবাগান।

জিতলে আইএসএলের লিগ তালিকায় শীর্ষে উঠে আসবে এটিকে মোহনবাগান। এখন হাবাসের দলের ৮ ম্যাচে পয়েন্ট ১৭। সমসংখ্যক ম্যাচে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র পয়েন্ট ১৯। অন্যদিকে, নর্থ ইস্ট জিতলে উঠে আসবে প্রথম চার দলের মধ্যে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১১।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement