ডার্বি যুদ্ধে ধারা বজায় রাখল সবুজ মেরুন বাহিনী। ছবি - টুইটার
‘সবুজ মেরুন আমি ওপেন চ্যালেঞ্জ, আমার পাড়াতে এসে তুই দেখারে।
কাপের ভিড়ে লিগকে ঘিরে আজও কোনও ‘আই’ (আই লিগ ও আইএসএল) তোকে দেয় ছ্যাকারে।
স্টেডিয়াম সেরা আর সাপোর্টে সেরা তাই দমে চলি কারও দয়ায় না।
তোদের সব সেরারা গত, তাই খেলতে হলে এবার গয়ায়।’
সৌম্যায়ন সরকারের এই র্যাপ গান এখন হট কেকের মত সবুজ-মেরুন সমর্থকদের মুখে মুখে। শুক্রবার ফতোরদা স্টেডিয়ামে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে এটিকে মোহনবাগান ডার্বি যুদ্ধ জেতার পর সেই র্যাপ গানে উদ্দাম নাচলেন রয় কৃষ্ণ, সন্দেশ জিঙ্ঘান, প্রীতম কোটাল, মনবীর সিংহ ও শুভাশিস বোসের বান্ধবীরা।
কিন্তু কেন র্যাপ গানকে তাঁরা বেছে নিলেন? গোয়া থেকে সোনেলা পাল বলছিলেন, “ডার্বি জিতলে আমরা সবাই আনন্দ উপভোগ করব সেটা ঠিক করে রেখেছিলাম। আমাদের বয়সের সঙ্গে এই র্যাপ গানটাও বেশ মানিয়েছে। তাই সবাই মিলে নাচার পাশাপাশি একটা ভিডিয়ো তৈরি করলাম। মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারলে তো সেখানেই উচ্ছ্বাস করতে পারতাম। কিন্তু কোভিড বিধির জন্য সেটা হল না। তাই নিছক আনন্দ পাওয়ার জন্য এই ভিডিয়ো তৈরি করলাম।”