ATK Mohun Bagan

সবুজ-মেরুনে সই ব্রাজিলিয়ান গোলমেশিন মার্সেলিনহো, ওড়িশায় যাচ্ছেন ব্র্যাড ইনম্যান

সোয়্যাপ ডিলের মাধ্যমে এটিকে মোহনবাগানে এলেন ব্রাজিলিয়ান মার্সেলিনহো। ওড়িশায় যাচ্ছেন ইনম্যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১৬:০২
Share:

সবুজ মেরুনে এলেন ব্রাজিলিয়ান মার্সেলিনহো। ওড়িশায় যাচ্ছেন ইনম্যান।

চলতি আইএসএলে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হারের পর নড়েচড়ে বসেছিল এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। শোনা গিয়েছিল আগামী কয়েক দিনের মধ্যেই বাতিল হতে পারেন ব্র্যাড ইনম্যান। এই ফুটবলারের পারফরম্যান্সে খুশি নন কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। ঠিক তাই হল। সোয়্যাপ ডিলের মাধ্যমে এটিকে মোহনবাগানে এলেন ব্রাজিলিয়ান মার্সেলিনহো। ওড়িশায় যাচ্ছেন ইনম্যান। যদিও এ নিয়ে দলের তরফ থেকে সরকারি ঘোষণা হয়নি।

Advertisement

শোনা গিয়েছে লোনে চলতি মরশুমের শেষ পর্যন্ত এটিকে মোহনবাগানের হয়েই খেলবেন ব্রাজিলের এই স্ট্রাইকার। পাশাপাশি মিডফিল্ডার হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। হাঁটুর পুরনো চোটে জর্জরিত দলের মিডফিল্ড জেনারেল এদু গার্সিয়া। তাঁর মাঠে ফিরতে সময় লাগবে। এদিকে ইনম্যানও ফর্মে ছিলেন না। তাই তড়িঘড়ি মার্সেলিনহোকে সই করানো হল। তবে চলতি মরশুমে ৩৩ বছরের মার্সেলিনহোর ফর্ম মোটেও আহামরি নয়।

২০১৬ সালে তৎকালীন দিল্লি ডায়নামোসের হয়ে ‘গোল্ডেন বুট’ জয়ী ব্রাজিলিয়ান কিন্তু মোটেই ছন্দে নেই। চলতি মরশুমে ওড়িশার হয়ে মাত্র ৮টি ম্যাচ খেলেছেন। গোল করতে পারেননি। মাত্র ৩০৭ মিনিট খেলেছেন। গত মরশুমে শেষ স্থানে থাকা হায়দরাবাদ এফসি-র হয়ে ১৭টি ম্যাচে ৭ গোল করেছিলেন মার্সেলিনহো। খেলেছেন অধুনালুপ্ত এফসি পুনে সিটির হয়েও।

Advertisement

অন্যদিকে এটিকে মোহনবাগানের হয়ে ৭ ম্যাচ খেলেছেন অজি মিডফিল্ডার ব্র্যাড ইনম্যান। যদিও এর মধ্যে পাঁচটি ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নামেন। ইনম্যানের পরিবর্ত খোঁজা নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছিল। এবার তাঁর বদলি ঠিক করে ফেলল টিম ম্যানেজমেন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement