Nerijus Valskis

দক্ষিণী ডার্বিতে জয়ী চেন্নাইয়িন

শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল চেন্নাইয়িন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ০৩:২৮
Share:

ম্যাচের নায়ক নেরিউস ভ্লাসকিস।—ছবি আইএসএল।

হায়দরাবাদ ১ • চেন্নাইয়িন ৩

Advertisement

হায়দরাবাদ এফসিকে চূর্ণ করে দু’ম্যাচ পরে জয়ের সরণিতে ফিরল চেন্নাইয়িন এফসি। জোড়া গোল করে ম্যাচের নায়ক নেরিউস ভ্লাসকিস।

শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল চেন্নাইয়িন। প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল করে দু’বারের আইএসএল চ্যাম্পিয়নদের এগিয়ে দেন রাফায়েল ক্রিভেল্লারো। ৪৩ মিনিটে প্রথম গোল করেন ভ্লাসকিস। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে মার্সেলো পেরেইরা ব্যবধান কমালেও হায়দরাবাদের হার বাঁচাতে পারেননি।

Advertisement

দক্ষিণী ডার্বিতে জিতে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও কেরল ব্লাস্টার্সকে টপকে লিগ টেবলে সপ্তম স্থানে উঠে এল চেন্নাইয়িন। ১১ ম্যাচে ১২ পয়েন্ট জেজে লালপেখলুয়াদের।চেন্নাইয়ের দুরন্ত জয়ে উদ্বুদ্ধ ওড়িশা এফসি। শনিবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ টেবলে প্রথম চারটি দলের মধ্যে জায়গা করে নিতে মরিয়া তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement