দিল্লি রঞ্জি দলে নেই ইশান্ত

সপ্তাহখানেক পরেই রাজস্থানের বিরুদ্ধে দিল্লির রঞ্জি ম্যাচ। অথচ ইশান্ত শর্মার সঙ্গে যোগাযোগই করতে পারছেন না দিল্লির প্রধান নির্বাচক বিনয় লাম্বা। ফোন বা মেসেজেরও কোনও জবাব দিচ্ছেন না ইশান্ত। ফলে রাজস্থানের বিরুদ্ধে দিল্লির ১৫ সদস্যের দল থেকে বাদ পড়লেন ভারতের এই পেসার। যিনি এখন ভারতীয় দলের সঙ্গে প্রস্তুতি শিবিরে রয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০৪:১৮
Share:

সপ্তাহখানেক পরেই রাজস্থানের বিরুদ্ধে দিল্লির রঞ্জি ম্যাচ। অথচ ইশান্ত শর্মার সঙ্গে যোগাযোগই করতে পারছেন না দিল্লির প্রধান নির্বাচক বিনয় লাম্বা। ফোন বা মেসেজেরও কোনও জবাব দিচ্ছেন না ইশান্ত। ফলে রাজস্থানের বিরুদ্ধে দিল্লির ১৫ সদস্যের দল থেকে বাদ পড়লেন ভারতের এই পেসার। যিনি এখন ভারতীয় দলের সঙ্গে প্রস্তুতি শিবিরে রয়েছেন।

Advertisement

শ্রীলঙ্কা সিরিজে আচরণবিধি ভাঙার জন্য এক টেস্টের নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে ইশান্তকে। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ভারতীয় দলেও ইশান্ত নেই। ফলে তাঁকে রঞ্জি খেলানোর একটা ভাবনা উঠেছিল। দিল্লির নির্বাচক প্রধান বলেন, ‘‘ইশান্তের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা এটাও জানি না ওর উপর নিষেধাজ্ঞা থাকাকালীন ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবে কি না। যদি পারে তা হলে ওকে দলে রাখব। কিন্তু আগে তো ওর সঙ্গে যোগাযোগ করতে হবে।’’ এ দিকে শোনা যাচ্ছে ইশান্ত নাকি রঞ্জি ট্রফির প্রথম দুটি ম্যাচ থেকে বিশ্রাম চাইছেন। সে রকম নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেনও।

ইশান্ত ছাড়া দিল্লির রঞ্জি দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রজত ভাটিয়া, বাঁ হাতি স্পিনার পবন নেগি। পাশাপাশি বীরেন্দ্র সহবাগ আর মিঠুন মানহাসের না থাকা তো আছেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement