আলোচনার কেন্দ্রে যে রান আউট। ছবি: রয়টার্স।
মুস্তাফিজুরের রান আউটটাই কি ছিল এই দশকের সেরা? প্রায় হারতে বসা ম্যাচে শেষ বলে মুস্তাফিজকে যে দ্রুততায় রান আউট করেছেন ক্যাপ্টেন কুল, তা নিয়ে আলোচনা চলছে সব মহলে।
শেষ বলে এক রান করলেই সুপার ওভারে চলে যেত ম্যাচ। আর সুপার ওভার মানে যে চূড়ান্ত অনিশ্চয়তা তা কে না জানে। সেই অবস্থায় ভারতীয় অধিনায়ক দুরন্ত গতিতে ছুটে এসে মুস্তাফিজুরকে রান আউট করে এক রানে জিতিয়ে দিলেন দলকে। সেই সঙ্গে জিইয়ে রাখলেন সেমিফাইনালে যাওয়ার স্বপ্নও। ওই রকম টেনশনের মধ্যেও মাথা ঠান্ডা রেখে যে ভাবে রান আউট করেছেন ক্যাপ্টেন কুল, তার প্রশংসা হচ্ছে বিশ্বজুড়ে। বল ধরার সুবিধার জন্য গ্লাভসও খুলে ফেলেন তিনি। সামান্য এ দিক ও দিক হলে আহত হতে পারতেন। শেষ হতে পারত কেরিয়ারও। কিন্তু সে সবের তোয়াক্কা না করে গ্লাভসবিহীন ধোনি এক হাতে বল ধরে যে ক্ষিপ্রতায় স্টাম্প ভেঙেছেন তাতে চোখ কপালে উঠেছে অনেকেরই। সোশ্যাল মিডিয়ায় তো ধোনির গতিকে উসেইন বোল্টের সঙ্গেও তুলনা করা হয়েছে। আর ধোনি? তিনি কী বলছেন? বরাবরের মতো এ বারেও কুল এম এস।
আরও পড়ুন:
এ ভাবেও হারা যায়! হা-হুতাশ বাংলাদেশ জুড়ে