Cricket

জাতীয় দলে নেওয়া উচিত ধোনিকে? ইরফান বলছেন...

এ বারের মেগা টুর্নামেন্টের উপরেই নির্ভর করেছিল ভারতের প্রাক্তন অধিনায়কের ভবিষ্যৎ। আইপিএল না হলে জাতীয় দলে কি ধোনিকে এমনিতেই নেওয়া হবে?

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৪:৩৮
Share:

পাঠান চান ধোনিকে নিয়ে প্রশ্নের জবাব দিক বোর্ড। — ফাইল চিত্র।

করোনাভাইরাসের কোপে এ বারের আইপিএল সম্ভবত বাতিল হতে চলেছে। আর আইপিএল না হলে মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যৎ কী হবে?

Advertisement

এ বারের মেগা টুর্নামেন্টের উপরেই নির্ভর করেছিল ভারতের প্রাক্তন অধিনায়কের ভবিষ্যৎ। আইপিএল না হলে জাতীয় দলে কি ধোনিকে এমনিতেই নেওয়া হবে? না কি আইপিএল বাতিল হয়ে গেলে অবসর নিয়ে ফেলবেন মাহি?

এ রকমই সব প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ধোনিকে নিয়ে। এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান চান, ধোনিকে নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

Advertisement

আরও পড়ুন: বাতিলই হচ্ছে এ বারের আইপিএল?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাঠান বলছেন, ‘‘ধোনির খেলাই উচিত। দেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে ওর। বিশ্ব ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছে ধোনি। কিন্তু ধোনিকে যদি দলে নেওয়াই হয়, তা হলে যারা নিয়মিত খেলে চলেছে, তাদের দলে না নেওয়াটা কি ঠিক হবে? লোকেশ রাহুল ও ঋষভ পন্থ ধারাবাহিক ভাবে খেলে চলেছে। ধোনি ডাক পেলে কাউকে না কাউকে বসতে হবে। এ নিয়ে যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, তার জবাব বোর্ডকেই দিতে হবে।’’

আরও পড়ুন: করোনার জেরে প্রায় ২ কোটি ক্ষতি হতে পারে স্টোকস-বাটলারদের

বোর্ড অবশ্য ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে কোনও মন্তব্য করেনি। ধাঁধা হয়েই রয়ে গিয়েছেন ধোনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement