বেঙ্কটেশ আয়ার। — ফাইল চিত্র।
ফাইনালের আগে ফুরফুরে মেজাজে কলকাতা নাইট রাইডার্স শিবির। দলে চোট-আঘাতের সমস্যা নেই। তা-ও স্বস্তি নেই। আসল কাজ শেষ না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছেন না কেকেআর ক্রিকেটারেরা। বেঙ্কটেশ আয়ারের কথায় ধরা পড়েছে নাইটদের অস্বস্তি।
রবিবার আইপিএল ফাইনালে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম কোয়ালিফায়ারে প্যাট কামিন্সদের হারিয়েই ফাইনালে উঠেছেন শ্রেয়স আয়ারে। তবু ফাইনালের আগে সতর্ক কেকেআর শিবির। দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা বেঙ্কটেশ আয়ার বলেছেন, ‘‘পরিকল্পনা সঠিক ভাবে প্রয়োগ করার থেকে বেশি সন্তুষ্টি আর কিছুতে নেই। আমরা এখন সেটা ঠিক মতো করতে পারছি। আমরা যে ভাবে খেলছি, তাতে আমরা খুশি। তবে সন্তুষ্ট নই। আমাদের খিদে এখনও মেটেনি। আইপিএল ট্রফি না জেতা পর্যন্ত মিটবে না। একমাত্র চ্যাম্পিয়ন হতে পারলেই সন্তুষ্ট হব আমরা।’’ বেঙ্কটেশের বক্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ।
কেকেআর ক্রিকেটারেরা ফাইনালের আগে আত্মবিশ্বাসী। শেষ ম্যাচের পর পর্যাপ্ত বিশ্রাম পাওয়ায় তরতাজা রয়েছেন ক্রিকেটারেরা। তবে হায়দরাবাদকে হালকা ভাবে নিচ্ছে না কেকেআর। ক্রিকেটারদের মধ্যে যাতে আত্মতুষ্টি না আসে সে দিকে কড়া নজর রাখছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীর।