গেইলের সাক্ষাৎকার নিচ্ছেন কোহালি।
আইপিএল-এর মাঠে বিরাট কোহালি ক্রিকেট খেলবেন এটাই স্বাভাবিক। ব্যাট হাতে নামবেন, রান করবেন, অধিনায়কত্ব করবেন, পুরো দলকে পরিচালনা করবেন, ফিল্ডিং করবেন। এর বাইরে আর কী করতে পারেন তিনি। ম্যাচ জিতে তিনি যে সাংবাদিকও হয়ে যেতে পারেন তা কে জানত। গুজরাতের বিরুদ্ধে ম্যাচ জিতে সাংবাদিকের ভূমিকায় পাওয়া গেল তাঁকে। বিরাটের প্রশ্নের ইয়র্কারে ব্যাট হাতে মেপেই রান করে গেলেন ক্রিস গেইল।
আরও খবর: টি২০তে ১০ হাজার রানের রেকর্ড গেইলের
তাঁর সঙ্গে জুটি বেঁধে টি২০ ক্রিকেটে ১০ হাজার রানে পৌঁছে গিয়েছেন ক্রিস গেইল। তিন ম্যাচে হারের পর জয়ে ফিরেছে বেঙ্গালুরু। এমন অবস্থায় দারুণ খুশি অধিনায়ক কোহালিকে দেখা গেল বুম হাতে ক্রিস গেইলের সাক্ষাৎকার নিতে। উত্তরও দিলেন তিনি।
ঠিক কেমন ছিল সেই সাক্ষাৎকার?
বিরাটের প্রশ্ন, ক্রিস আমার সঙ্গে ওপেন করে কেমন লাগল?
গেইলের উত্তর, দারুণ লাগল। উল্টোদিকে যখন তোমার মতো একজন খুব স্বাভাবিক ছন্দে রান করে যায় তখন সেটা দেখতে পারাটাও ভাগ্যের ব্যাপার।
দেখুন সেই সাক্ষাৎকারের ভিডিও
এর পর বিরাট বলেন, এটা আমাদের দশম ১০০ রানের টি২০ পার্টনারশিপ। এবং এটা রেকর্ড। তার মধ্যে তোমার এই ১০ হাজার রানের রেকর্ড। তোমার সঙ্গে ব্যাট করতে পারাটাও সৌভাগ্যের। এ ভাবেই চলতে থাকে দুই কিংবদন্তির বাক্যালাপ। সাক্ষাৎকার শেষে সেই চেনা সেলিব্রেশন দেখিয়েই মাঠ ছাড়েন গেইল-কোহালি।