IPL 2024

কোহলিকে জামাই করে নিলেন শাহরুখ! আর কী বললেন বাদশা?

গত বারের আইপিএলে ইডেনে বিরাট কোহলির সঙ্গে মাঠে নেমে নেচেছিলেন তিনি। সেই কোহলির সম্পর্কে ভূয়সী প্রশংসা করলেন শাহরুখ খান। জানালেন, কোহলি হলেন বলিউডের ‘জামাই’। আর কী কী বললেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১২:৫৯
Share:

কোহলির সঙ্গে শাহরুখ। — ফাইল চিত্র।

গত বারের আইপিএলে ইডেনে বিরাট কোহলির সঙ্গে মাঠে নেমে পা দোলাতে দেখা গিয়েছিল তাঁকে। দু’জনের সম্পর্কও খুবই ভাল। সেই কোহলির সম্পর্কে ভূয়সী প্রশংসা করলেন শাহরুখ খান। কেকেআরের কর্ণধার জানালেন, কোহলি হলেন বলিউডের ‘জামাই’।

Advertisement

স্টার স্পোর্টসে একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, “কোহলির সঙ্গে অনেক সময় কাটিয়েছি। ওকে খুব ভালবাসি। আমরা এটাও বলি যে, ও আমাদের জামাই। গোটা বলিউডের ‘দামাদ’। বাকি ক্রিকেটারদের তুলনায় ওকে অনেক ভাল ভাবে চিনি।”

শাহরুখের সংযোজন, “শুধু বিরাটই নয়, অনুষ্কাকেও অনেক দিন চিনি। অনেক সময় কাটিয়েছি ওদের সঙ্গে। যবে থেকে ওরা প্রেম করছিল তখন থেকে। সেই সময় অনুষ্কার সঙ্গে একটা সিনেমার শুটিং করছিলাম। তখন বিরাট দিনের অনেকটা আমাদের সঙ্গে কাটিয়েছে। তখন থেকেই বন্ধুত্ব শুরু হয়েছে।”

Advertisement

গত বছর ইডেনের সেই নাচ নিয়ে শাহরুখ বলেছেন, “আমি ওকে ‘পাঠান’ সিনেমার মূল গানের নাচের স্টেপগুলো শিখিয়েছিলাম। ভারতের একটা ম্যাচের সময় ওকে দেখেছিলাম রবীন্দ্র জাডেজার সঙ্গে নাচ করতে। ওরা আমার সিনেমার গানের স্টেপগুলোই করছিল।”

শাহরুখ আরও বলেন, “খুব খারাপ নাচছিল ওরা। দেখে ভাল লাগেনি। আমি ওদের বলেছিলাম, তোমরা দ্রুত স্টেপগুলো শিখে নাও, যাতে পরে বিশ্বকাপ বা অন্য প্রতিযোগিতায় গিয়ে সেটা করে দেখাতে পারো। যখনই নাচতে ইচ্ছা হবে, আমায় ফোন কোরো। আমি শিখিয়ে দেব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement