IPL 2023

ধোনিদের কাছে হারের পরও বিরাট হাসি! কে হাসি ফোটালেন কোহলির মুখে?

সোমবারের ম্যাচে দু’দল মিলিয়ে তুলেছে ৪৪৪ রান। ব্যাটিং সহায়ক উইকেটে রান পাননি কোহলি। তাঁর দলও হেরেছে চেন্নাইয়ের কাছে। তবু ম্যাচের পর উচ্ছ্বসিত দেখাল তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৬:৫৪
Share:

চেন্নাইয়ের কাছে ঘরের মাঠে ম্যাচ হেরেও কোহলির মুখে হাসি। ছবি: আইপিএল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস ম্যাচে দু’দলের ব্যাটিং দেখে খুশি ক্রিকেটপ্রেমীরা। টান টান উত্তেজনার ম্যাচে বেঙ্গালুরুর ঘরের মাঠে ৮ রানে জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। মাঠের লড়াইটুকু বাদ দিলে দু’দলের ক্রিকেটারদের মধ্যে দেখা গিয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সে ভাবেই দেখা গিয়েছে দু’দলের দুই জনপ্রিয় মুখকে।

Advertisement

দল হারলেও ম্যাচের পর বিরাট কোহলিকে দেখা গিয়েছে হাসি মুখে। খেলা শেষ হতেই তিনি এগিয়ে যান চেন্নাই অধিনায়কের দিকে। পরস্পরকে জড়িয়ে ধরেন। বেশ কিছু ক্ষণ কথা বলতে দেখা যায় ভারতের দুই প্রাক্তন অধিনায়ককে। দু’জনের মধ্যে চলে খুনসুটিও। ম্যাচের পর কারও মধ্যেই দেখা যায়নি উত্তেজনার আঁচ। টেলিভিশনের ক্যামেরাতেও কোহলি-ধোনির আড্ডার মুহূর্ত ধরা পড়ে। পরে ধোনির সঙ্গে আড্ডা দেওয়ার ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোহলি।

দু’দলের ব্যাটারদের দাপটের ম্যাচে রান পাননি কোহলি। ব্যাট করার তেমন সুযোগ পাননি ধোনিও। দু’দলের দুই জনপ্রিয় ক্রিকেটারের ব্যাটিং দেখার সুযোগ হয়নি ক্রিকেটপ্রেমীদের। তবে ম্যাচের পর নিজেদের সম্পর্কের রসায়ন উপভোগ করেছেন তাঁরা।

Advertisement

খেলা শুরুর আগে টসের সময়ও আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকে জড়িয়ে ধরেছিলেন ধোনি। বেঙ্গালুরুতে যোগ দেওয়ার আগে ডুপ্লেসি আইপিএলে খেলতেন চেন্নাইয়ের হয়ে। সেই সুবাদে তাঁর সঙ্গেও ধোনির সম্পর্ক ভাল। মাঠের লড়াইয়ের আঁচ তাঁদের ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement