চেন্নাইয়ের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
জিতে আইপিএল শুরু করল গত বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারাল তারা। রুতুরাজ গায়কোয়াড়ের দল টসে হেরেও আরসিবি-কে অনায়াসে হারিয়ে দিল। সেই ম্যাচের সেরা তিনটি মোড় ঘোরানো মুহূর্ত বেছে নিল আনন্দবাজার অনলাইন।
মুস্তাফিজুরকে বল করাতে আনার সিদ্ধান্ত রুতুরাজের
বেঙ্গালুরুর শুরুটা ভাল হয়েছিল। চার ওভারেই উঠে গিয়েছিল ৩৭ রান। ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ফাফ ডুপ্লেসি। বোলারেরা মার খাচ্ছেন না পঞ্চম ওভারে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসেন রুতুরাজ। সেই ওভারেই দু’টি উইকেট তুলে নেন বাংলাদেশের বোলার। প্রথমে আউট করেন ডুপ্লেসিকে। একই ওভারে ফিরিয়ে দেন রজত পাটীদারকেও। নিজের দ্বিতীয় ওভারে অজিঙ্ক রাহানের ক্যাচে ফিরে যান বিরাট কোহলিও। বোলার সেই মুস্তাফিজুরই।
জাডেজার বোলিং স্পেল
বেঙ্গালুরুর ইনিংসের শেষ দিকে লম্বা জুটি গড়েন অনুজ রাওয়াত এবং দীনেশ কার্তিক। সেই সময় চেন্নাইয়ের একের পর এক বোলার মার খাচ্ছিলেন। তবু আলাদা করে নজর কেড়ে নেয় রবীন্দ্র জাডেজার বোলিং। চার ওভারে তিনি মাত্র একটি চার খেয়েছেন। দিয়েছেন মোটে ২১ রান। বাকি বোলারদের থেকে নিজের ফারাক অনেকটাই বুঝিয়ে দেন। চেন্নাইয়ের পিচও যে তাঁকে সাহায্য করেছে এটাও অস্বীকার করার মতো নয়।
রাচিন রবীন্দ্রের ইনিংস
দেখে কেউ বলবে না জীবনের প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন। চেন্নাইয়ের পিচে এতটাই সাবলীল ছিলেন রবীন্দ্র। কম দামে তাঁকে নিলামে কিনেছিল চেন্নাই। প্রথম ম্যাচেই আস্থার দাম দিলেন। স্বদেশি ডেভন কনওয়ে সুস্থ থাকলে খেলার কথাই নয়। সেই রবীন্দ্রই শুরুতে থেকে যে আগ্রাসী ইনিংস খেললেন, ওটাই চেন্নাইয়ের জয়ের ভিত তৈরি করে দিয়ে গেল।