অকপট: আইপিএলকে সেরা ফিজ়িয়ো বলছেন শাস্ত্রী। ছবি: টুইটার।
ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যাওয়া রবি শাস্ত্রী ফিরতে চলেছেন ধারাভাষ্যকারের বক্সে। সাত বছর পরে। আসন্ন আইপিএলে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দেবেন তিনি। সঙ্গে দেখা যাবে জাতীয় দল ও চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা সুরেশ রায়নাকেও। প্রাক্তন কোচের সঙ্গে অভিষেক ঘটতে চলেছে চেন্নাই সুপার কিংসের ইতিহাসে অন্যতম সেরা তারকারও।
তার আগে মঙ্গলবার সম্প্রচারকারী চ্যানেলের তরফে আয়োজন করা একটি সাংবাদিক সম্মেলনে শাস্ত্রী বলে দিলেন, আসন্ন আইপিএলে ভারতীয় ক্রিকেট তাঁর ভবিষ্যৎ অধিনায়ক খুঁজে নেওয়ার চেষ্টা করবে। স্বভাবসিদ্ধ ‘ট্রেসার বুলেট’ ভঙ্গিতে এমনও বলে দিলেন, ‘‘আইপিএল হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। আইপিএল সবচেয়ে বড় ফিজিয়োথেরাপিস্টও। নিলামের আগে সবাইকে ঠিক সুস্থ করে দেয়! সকলে আইপিএল খেলতে চায়।’’
এ বারের আইপিএলে অনেক তরুণ অধিনায়ককে দেখা যাবে। কেকেআরের শ্রেয়স আয়ার, গুজরাত টাইটান্সে হার্দিক পাণ্ড্য, দিল্লি ক্যাপিটালসে ঋষভ পন্থ, লখনউ সুপার জায়ান্টসে কে এল রাহুল। সঙ্গে তো থাকছেনই আইপিএলের সবচেয়ে সফল দুই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মা। এদিকে, ভারতীয় দল ভবিষ্যৎ নেতা খুঁজছে। শাস্ত্রী বলছেন, ‘‘বিরাট অধিনায়কত্ব করছে না। রোহিত সাদা বলে দারুণ নেতা। অধিনায়ক হিসেবে খুব ভাল করছে। ধোনির মগজাস্ত্র সম্পর্কে সকলেই জানে। কিন্তু এই আইপিএলে ভবিষ্যতের ভারতীয় নেতা কে হবে, সেটাও খোঁজার চেষ্টা হবে। ঋষভ পন্থ রয়েছে, শ্রেয়স আয়ার রয়েছে, কে এল রাহুল আছে।’’ যোগ করেন, ‘‘ভারতীয় ক্রিকেট পাকাপাকি ভাবে ভবিষ্যৎ অধিনায়ককে খুঁজে নিতে চাইবে এই আইপিএল থেকে।’’ সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের আয়োজিত সাংবাদিক সম্মেলনে শাস্ত্রী আরও বলেন, ‘‘এটাই আইপিএলের আকর্ষণ। গত বছর কে শুনেছিল বেঙ্কটেশ আয়ারের নাম! অপ্রত্যাশিতই এখানে হয়ে ওঠে বাস্তব।’’
হার্দিক পাণ্ড্যকে নিয়েও আলাদা ভাবে বলেন তাঁর প্রাক্তন ভারতীয় কোচ। শাস্ত্রী মনে করেন, হার্দিক যতই বোলিং করবেন কি না, তা রহস্যে ঘিরে রাখুন, গোটা ভারত তাঁর উপরে নজর রাখবে। ‘‘গোটা দেশ ওর দিকে তাকিয়ে থাকবে এবং আমরা সকলেই জানি, হার্দিক কত ভাল এক জন ক্রিকেটার এবং কী করতে পারে,’’ বলছেন শাস্ত্রী। গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক কোমরের নীচের দিকের চোটের জন্য ভুগছেন অনেক দিন ধরেই। অস্ত্রোপচারও হয়েছে। তার পর থেকে বোলিং করছেন না। আইপিএলে তিনি বোলিং করেন কি না, তা দেখার অপেক্ষায় সবাই।
শাস্ত্রী মনে করছেন, আসন্ন আইপিএলে ফাস্ট বোলিং বিশেষ ভাবে পার্থক্য গড়ে দিতে পারে। চার মাসের মধ্যে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। প্রাক্তন কোচ বলছেন, ‘‘আইপিএলে ফাস্ট বোলারদের উপরে বিশেষ ভাবে নজর থাকবে। চার মাসের মধ্যে অস্ট্রেলিয়া সফর রয়েছে।’’ এ বছরে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে। এই মুহূর্তে ভারতীয় দলে অনেক নতুন মুখকে সুযোগ দেওয়া হচ্ছে। ১৯৮৫-তে অস্ট্রেলিয়ায় বেনসন অ্যান্ড হেজ়েস বিশ্বচ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স’ দেখতে চান, এই সব তরুণরা আইপিএলকে কী ভাবে কাজে লাগান। তাঁর মতে, ‘‘আইপিএল দারুণ একটা মঞ্চ। সেটাকে কাজে লাগিয়ে নিজেদের জায়গা আরও পাকা করে ফেলা দরকার এই সব তরুণ ক্রিকেটারের।’’
সুরেশ রায়না বললেন, চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিংহের উত্তরসূরি হিসেবে ভাবা যেতে পারে চার জনকে। এঁরা হলেন রবীন্দ্র জাডেজা, অম্বাতি রায়ডু, রবিন উথাপ্পা বা ডোয়েন ব্র্যাভো। যদিও এঁদের মধ্যে জাডেজা ছাড়া প্রত্যেকেই ক্রিকেটজীবনের শেষ পর্বে পৌঁছে গিয়েছেন। ধোনির উত্তরসূরি হিসেবে সত্যিই কতটা তাঁদের নাম ভাবা যাবে, প্রশ্ন থাকছে। ধারাভাষ্যের নতুন ইনিংস শুরু করা নিয়ে প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান বললেন, ‘‘আমি তৈরি। আমার বন্ধুরা অনেকেই তো কমেন্ট্রি করছে। যেমন ইরফান পাঠান, হরভজন সিংহেরা। এ বারে সঙ্গে রবি ভাইও থাকছে।’’