হায়দরাবাদের ব্যাটার আউট হওয়ার পরে উল্লাস মহেন্দ্র সিংহ ধোনিদের। ছবি: আইপিএল
শুরুটা ভাল করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু শেষটা ভাল করতে পারল না তারা। নেপথ্যে মহেন্দ্র সিংহ ধোনির মস্তিষ্ক। চেন্নাইয়ের উইকেটে স্পিনারদের বল করাতে এনে হায়দরাবাদের রানের গতি কমিয়ে দিলেন তিনি। ফলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান করলেন আইডেন মার্করামরা।
ঘরের মাঠে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ধোনি। হ্যারি ব্রুক ও অভিষেক শর্মা শুরুটা ভাল করছিলেন। পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান করছিলেন তাঁরা। চেন্নাইকে প্রথমে খেলায় ফেরান আকাশ সিংহ। ১৮ রানের মাথায় ব্রুককে আউট করেন তিনি।
মিডল ওভারে তিন স্পিনারকে কাজে লাগালেন ধোনি। আর সেখানেই আটকে গেল হায়দরাবাদ। মাহেশ থিকশানা, রবীন্দ্র জাডেজা ও মইন আলি ব্যাটারদের সমস্যায় ফেললেন। চিপকের উইকেটে বল ঘুরল। তার ফলে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ল। অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠি শুরুটা ভাল করলেও বড় রান করতে পারলেন না। অভিষেক ৩৪ ও ত্রিপাঠি ২১ রান করে আউট হলেন।
চেন্নাইয়ের হয়ে সব থেকে ভাল বল করলেন জাডেজা। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিলেন তিনি। শেষ পর্যন্ত ১৩৪ রানে শেষ হল হায়দরাবাদের ইনিংস। ঘরের মাঠে ম্যাচ জিততে ১৩৫ রান করতে হবে ধোনিদের।