সৌরভ এবং কোহলির ঝামেলার নতুন ভিডিয়ো প্রকাশ্যে। — ফাইল চিত্র
যত সময় এগোচ্ছে, বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘ঠান্ডা যুদ্ধ’-এর নমুনা ততই প্রকাশ্যে আসছে। ম্যাচের মাঝে কোহলির চাউনি এবং ম্যাচের পর দু’জনের হাত না মেলানোর ভিডিয়ো আগেই দেখা গিয়েছে। এ বার ম্যাচের আগের একটি ভিডিয়োও প্রকাশ্যে এল। আরও এক বার দুই ক্রিকেটারের বৈরিতা দেখতে পেলেন ক্রিকেটপ্রেমীরা।
সমাজমাধ্যমে ম্যাচ শুরুর আগের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে, ব্যাট করতে নামার আগে একটি চেয়ার প্যাড-হেলমেট পরে বসে রয়েছেন কোহলি। তাঁর সামনে দিয়েই জল খেতে খেতে চলে গেলেন সৌরভ। পাত্তাও দেননি কোহলিকে। ভারতের প্রাক্তন অধিনায়ক আড়চোখে সৌরভের চলে যাওয়া দেখছিলেন।
সৌরভের পিছন পিছন দিল্লির অনেক সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারই যেতে থাকেন। কেউ কেউ দাঁড়িয়ে কোহলির সঙ্গে কথাবার্তাও বলেন। কিন্তু সৌরভকে সে সব করতে দেখা যায়নি। কোহলি যে সামনে বসে রয়েছেন এটা দেখেও সৌরভের কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি।
দিল্লি-বেঙ্গালুরু ম্যাচের পরেই নিজের সমাজমাধ্যমের পাতা থেকে সৌরভকে সরিয়ে দিয়েছেন কোহলি। ইনস্টাগ্রামে ২৭৬ জনকে অনুসরণ করেন বিরাট। এত দিন সেই তালিকায় ছিলেন সৌরভও। কিন্তু শনিবারের ম্যাচের পরে সৌরভকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন বিরাট। যদিও পরে আরও এক জনকে অনুসরণ করা শুরু করেছেন তিনি। তার ফলে সেই ২৭৬ জনকেই অনুসরণ করছেন বিরাট। কিন্তু সেখান থেকে উধাও সৌরভ।
বিরাট বন্ধ করলেও সৌরভ কিন্তু সেটা করেননি। তাঁর ইনস্টাগ্রামের পাতায় এখনও জ্বলজ্বল করছে বিরাটের নাম। অবশ্য কত দিন সেটা থাকবে তা নিশ্চিত নয়। কারণ, বিরাট তাঁকে সরিয়ে দেওয়ার পরে সৌরভও নিজের সমাজমাধ্যম থেকে বিরাটকে সরিয়ে দিতে পারেন।
ম্যাচের মাঝের একটি ঘটনা নিয়েই বিতর্কের সূত্রপাত। প্রথম ঘটনা দিল্লির ইনিংসের ১৮তম ওভারে। আরসিবির বিরুদ্ধে ১৭৫ রান তাড়া করতে নেমে তখন চাপে দিল্লি। অমন হাকিম খান ভাল খেলছিলেন। ১০ বলে ১৮ রান করে আউট হন তিনি। অমনের ক্যাচ ধরেন বিরাট। তার পর দিল্লির ডাগআউটের দিকে অদ্ভুত ভাবে তাকান তিনি। সেখানে তখন বসে রয়েছেন দলের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ।
সেই সময় সৌরভ পাল্টা কোনও অভিব্যক্তি না দিলেও ম্যাচ শেষে বোঝা যায় যে তিনিও বিরাটের সঙ্গে কথা বলতে চান না। ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। সৌরভের ঠিক সামনেই ছিলেন দিল্লির কোচ রিকি পন্টিং। তিনি যখন বিরাটের সঙ্গে হাত মেলাচ্ছেন, তখন পন্টিংকে টপকে বিরাটের পরে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারের সঙ্গে হাত মেলান সৌরভ। ফলে দু’জনের সাক্ষাৎ হয়নি। ম্যাচ জিতেছেন বিরাটরা। দিল্লিকে ২৩ রানে হারিয়েছে আরসিবি। অর্ধশতরান করে ম্যাচের সেরা হন বিরাটই।