আইপিএল ফাইনালের আগে ধোনির চেন্নাইয়ে অশান্তির মেঘ। ছবি: আইপিএল।
আইপিএল এখনও শেষ হয়নি। গুজরাত টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। এর মধ্যেই অশান্তির ছায়া মহেন্দ্র সিংহ ধোনির দলে। কেন্দ্রে সেই রবীন্দ্র জাডেজা।
গত বছর আইপিএলে অধিনায়ক জাডেজার সঙ্গে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের দূরত্ব তৈরি হয়েছিল। সমস্যার সমাধান করেছিলেন ধোনি। এ বারের ছবি ঠিক উল্টো। অধিনায়ক ধোনির সঙ্গেই তালে কিছুটা কাটছে জাডেজার। বাঁহাতি অলরাউন্ডারের কথায় আচরণে তা প্রকাশও পাচ্ছে। ফাইনালের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।
মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের পর ম্যাচের সব থেকে মূল্যবান ক্রিকেটারের পুরস্কার নেওয়ার পর অনুযোগের সুরে ক্ষোভ প্রকাশ করে ফেলেন। সরাসরি চেন্নাই অধিনায়কের নাম করেন জাডেজা। তিনি বলেছিলেন, ‘‘আমি সাত নম্বরে ব্যাট করতে নামলে দর্শকরা হতাশ হন। তাঁরা মাহি ভাইয়ের নাম ধরে চিৎকার করেন। আমি উপরের দিকে ব্যাট করতে নামলে, তাঁরা আমার আউট হওয়ার জন্য অপেক্ষা করেন।’’
তাঁর মুখে এই কথা শুনে সময় নষ্ট করেননি সিএসকে কর্তৃপক্ষ। মাঠের ভিতর চলে যান চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন। জাডেজার সঙ্গে তাঁকে আলাদা করে কিছু ক্ষণ কথা বলে দেখা যায়। বাঁহাতি অলরাউন্ডারকে কিছু বোঝাতে দেখা যায় সিএসকের সিইওকে। যে ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও।
মনে করা হচ্ছে, ফাইনালের আগে ধোনির সংসারে সব কিছু ঠিক ঠাক নেই। চেন্নাই কর্তার কথায় যে জাডেজার ক্ষোভ কমেনি, তারও প্রমাণ পাওয়া গিয়েছে। পরে সমাজমাধ্যমে চেন্নাইয়ের সমর্থকদেরও কটাক্ষ করেছেন জাডেজা। যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।