IPL 2023

আইপিএলের ২২ হ্যাটট্রিক! রশিদের আগে আর কাদের এই কীর্তি আছে?

আইপিএলের প্রথম বছর থেকেই হচ্ছে হ্যাটট্রিক। সব থেকে বেশি তিন বার হ্যাটট্রিক করেছেন অমিত মিশ্র। আইপিএলে দু’টি হ্যাটট্রিক রয়েছে যুবরাজ সিংহের। হ্যাটট্রিক রয়েছে রোহিত শর্মারও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১৬:১৪
Share:

রবিবার কেকেআরের বিরুদ্ধে আইপিএলে নিজের প্রথম হ্যাটট্রিক করেন রশিদ। ছবি: আইপিএল।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন রশিদ খান। পর পর তিন বলে আউট করলেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন এবং শার্দূল ঠাকুরকে। নিজের চতুর্থ ওভারে হঠাৎ ম্যাচের রং বদলে দিলেন আফগান স্পিনার। আইপিএলের ইতিহাসে রশিদের হ্যাটট্রিকই প্রথম নয়। রবিবারের আগে ২১ বার হ্যাটট্রিক হয়েছে আইপিএলে।

Advertisement

আইপিএলে প্রথম হ্যাটট্রিক ২০০৮ সালে। প্রথম বছরেই তিনটি হ্যাটট্রিক হয়েছিল। প্রথমটি লক্ষ্মীপতি বালাজির। সে বছর ১০ মে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি হ্যাটট্রিক করেছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে। পাঁচ দিন পর ১৫ মে অমিত মিশ্র দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ডেকান চার্জার্সের বিরুদ্ধে। তার তিন দিন পর ১৮ মে ইডেনে পঞ্জাবের হয়ে হ্যাটট্রিক করেছিলেন কলকাতা নাইট রাইডার্স ম্যাচে।

পরের বছর আইপিএলেও হয়েছিল তিনটি হ্যাটট্রিক। ২০০৯ সালের ১ মে পঞ্জাবের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন যুবরাজ সিংহ। পাঁচ দিন পর ৬ মে ডেকানের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রোহিত শর্মা। ১৭ মে আবার হ্যাটট্রিক করেছিলেন যুবরাজ। প্রতিপক্ষ ছিল ডেকান।

Advertisement

২০১০ সালে একটিই হ্যাটট্রিক হয়েছিল। ১৮ মার্চ বেঙ্গালুরুর হয়ে হ্যাটট্রিক করেছিলেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ২০১১ সালের আইপিএলেও হয়েছিল একটি হ্যাটট্রিক। ২১ মে ডেকানের অমিত হ্যাটট্রিক করেছিলেন পঞ্জাবের বিরুদ্ধে। ২০১২ সালে একমাত্র হ্যাটট্রিকটি করেন রাজস্থানের অজিত চান্ডিলা। ১৩ মে প্রতিপক্ষ ছিল পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া।

২০১৩ সালে আবার একাধিক হ্যাটট্রিক হয়েছিল। কলকাতার সুনীল নারাইন পঞ্জাবের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ১৬ এপ্রিল। পরের দিনই অর্থাৎ ১৭ এপ্রিল সানরাইজার্স হয়দরাবাদের হয়ে পুনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন অমিত। ২০১৪ সালেও জোড়া হ্যাটট্রিক হয়েছিল আইপিএলে। প্রথমটি ৫ মে প্রবীণ তাম্বে রাজস্থানের হয়ে কলকাতার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। দ্বিতীয়টিও রাজস্থানের। শেন ওয়াটসন হ্যাটট্রিক করেছিলেন হায়দরাবাদের বিরুদ্ধে।

২০১৫ সালের আইপিএলে কোনও হ্যাটট্রিক হয়নি। ২০১৬ সালে হয়েছিল একটি হ্যাটট্রিক। পঞ্জাবের হয়ে অক্ষর পটেল হ্যাটট্রিক করেছিলেন গুজরাত লায়ন্সের বিরুদ্ধে। ২০১৭ সালে আবার তিনটি হ্যাটট্রিক হয়েছিল। সে বার একই দিনে হয়েছিল দু’টি হ্যাটট্রিক। ১৪ এপ্রিল স্যামুয়েল বাদ্রি বেঙ্গালুরুর হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। সে দিনই অন্য ম্যাচে অ্যান্ড্রু টাই গুজরাতের হয়ে রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। ৬ মে পুনের জয়দেব ইনাদকাট হ্যাটট্রিক করেছিলেন হায়দরাবাদের বিরুদ্ধে। ২০১৮ সালের আইপিএলে কোনও হ্যাটট্রিক হয়নি।

২০১৯ সালে হয়েছিল দু’টি হ্যাটট্রিক। ১ এপ্রিল পঞ্জাবের হয়ে সাম কারেন পঞ্জাবের হয়ে দিল্লি বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। ৩০ এপ্রিল রাজস্থানের হয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন শ্রেয়স গোপাল। ২০১৮ সালের আইপিএলেও কোনও হ্যাটট্রিক হয়নি। ২০২১ সালে একটি হ্যাটট্রিক হয়েছিল। ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন হর্ষল পটেল। ২০২২ সালেও একটি হ্যাটট্রিক হয়েছিল। গত বছর ১৮ এপ্রিল রাজস্থানের হয়ে কলকাতার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন যুজবেন্দ্র চহাল। গত রবিবার কলকাতার বিরুদ্ধে গুজরাতের হয়ে রশিদের হ্যাটট্রিক আইপিএলের ২২তম।

আইপিএলে একাধিক বার হ্যাটট্রিক করার নজির রয়েছে দু’জনের। অমিত তিন বার এবং যুবরাজ দু’বার হ্যাটট্রিক করেছেন। ১৯তম ক্রিকেটার হিসাবে আইপিএলে হ্যাটট্রিক করলেন রশিদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement