মুম্বইয়ের বিরুদ্ধে কারেনের লড়াকু ইনিংস পঞ্জাবকে ভাল জায়গায় পৌঁছে দিল। ছবি: আইপিএল।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও খেলতে পারলেন না শিখর ধাওয়ান। রোহিত শর্মাদের বিরুদ্ধে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিলেন স্যাম কারেন। টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান তুলল পঞ্জাব। কারেনদের ইনিংস থামল ৮ উইকেটে ২১৪ রানে।
ওয়াংখেড়ের ২২ গজে পঞ্জাবের শুরুর দিকের কোনও ব্যাটারই বড় রান পেলেন না। তৃতীয় ওভারেই ক্যামেরন গ্রিনের বলে আউট হয়ে যান ম্যাথু শর্ট (১১)। অন্য ওপেনার প্রভসিমরন সিংহকে (২৬) দ্রুত সাজঘরে ফেরালেন অর্জুন তেন্ডুলকর। সচিনে তেন্ডুলকরের পুত্র ক্রমশ ভরসার অস্ত্র হয়ে উঠছেন রোহিতদের। প্রভসিমরন ১৭ বলের ইনিংসে মারলেন ১টি চার এবং ২টি ছয়। তিন নম্বরে নামা অথর্ব তাইডের ব্যাট থেকে এল ১৭ বলে ২৯ রান। ৩টি চার, ১টি ছক্কা এল তাঁর ব্যাট থেকে। ব্যর্থ লিয়াম লিভিংস্টোনও (১০)। দু’জনকেই আউট করলেন পীযূষ চাওলা।
৮৩ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্জাবের ইনিংসের হাল ধরেন হরপ্রীত সিংহ। তাঁকে ২২ গজে সঙ্গ দেন অধিনায়ক কারেন। পঞ্চম উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৯২ রান। হরপ্রীত করলেন ২৮ বলে ৪১ রান। গ্রিনের বলে আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে এল ৪টি চার এবং ২টি ছয়। কারেনের ইনিংস থামল ৫৫ রানে (২৯ বল)। ৫টি চার এবং ৪টি ছক্কা মারেন পঞ্জাব অধিনায়ক। কারেনই মূলত দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন চাপের মুখ থেকে। তাঁকে আউট করলেন জোফ্রা আর্চার। চোট সারিয়ে শনিবার মুম্বইয়ের প্রথম একাদশে এসেছেন আর্চার।
শেষ দিকে পঞ্জাবের ইনিংস টানলেন জীতেশ শর্মা। ৭ বলে ২৫ রান করলেন তিনি। মারলেন ৪টি বিশাল ছক্কা। জীতেশের দাপটেই ২০০ রানের গন্ডি টপকাল পঞ্জাব।
পঞ্জাবের সফততম বোলার চাওলা ৩ ওভারে ১৫ রানের ২ উইকেট নিলেন। ৪ ওভার বল করে ৪১ রান দিয়ে ২ উইকেট গ্রিনের। ৩ ওভারের ৪৮ রানে ১ উইকেট অর্জুনের। চোট সারিয়ে দলে ফেরা আর্চারের ঝুলিতেও ১ উইকেট। ইংল্যান্ডের জোরে বোলার খরচ করলেন ৪২ রান।