হতাশ মিচেল স্টার্ক। ছবি: এক্স।
ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে তারা। এই ম্যাচেও টস হেরেছেন কলকাতার অধিনায়ক শ্রেয়স আয়ার। প্রথমে ব্যাট করছে তারা। এই ম্যাচে কেকেআর বসিয়েছে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার মিচেল স্টার্ককে।
টস হেরে শ্রেয়স জানান, স্টার্ক এই ম্যাচে খেলছেন না। তিনি বলেন, “গত ম্যাচে স্টার্কের আঙুল কেটে গিয়েছিল। তাই ও খেলছে না। বদলে দুষ্মন্ত চামিরা খেলছে।” আইপিএলে পরিচিত নাম চামিরা। শ্রীলঙ্কার এই বোলার আগের মরসুমে লখনউ সুপার জায়ান্টসে ছিলেন। পঞ্জাবের বিরুদ্ধে কেকেআর জার্সিতে অভিষেক হতে চলেছে তাঁর।
এ বারের আইপিএলে বল হাতে খুব খারাপ ফর্মে ছিলেন স্টার্ক। সাতটি ম্যাচে ২৮৭ রান দিয়েছেন তিনি। নিয়েছেন মাত্র ৫টি উইকেট। আগের ম্যাচে বেঙ্গালুরুর বোলার কর্ণ শর্মাও তাঁর বলে তিনটি ছক্কা মেরেছেন। স্টার্কের সমালোচনা করছেন বিশেষজ্ঞেরা। এই পরিস্থিতিতে পঞ্জাবের ম্যাচে স্টার্ক নেই। তাঁর চোটের বিষয়ে এই ম্যাচের আগে কেকেআরের কেউ মুখ খোলেননি। এমনকি, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এসে রমনদীপ সিংহ জানিয়েছিলেন, সবাই সুস্থ রয়েছে। ফলে স্টার্কের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। সত্যিই কি চোটের কারণে তিনি বাদ? না কি বল খারাপ করায় বাদ পড়তে হয়েছে তাঁকে?
স্টার্ক বাদে বাকি দল একই রয়েছে। জয়ী দলে বেশি বদল করতে চাইছে না নাইট ম্যানেজমেন্ট। প্রথমে ব্যাট করতে নেমে বড় রান করার লক্ষ্যে কেকেআর। তার পরে বল হাতে ভাল করতে চাইছেন শ্রেয়সেরা।
কেকেআরের প্রথম একাদশ— ফিল সল্ট, সুনীল নারাইন, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়স আয়ার, বেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, দুষ্মন্ত চামিরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।
ইমপ্যাক্ট প্লেয়ার— সুযশ শর্মা, অনুকূল রায়, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, রহমানুল্লা গুরবাজ়।