IPL 2024

কাঁধে চোট ধাওয়ানের, কত দিন মাঠের বাইরে থাকতে হবে পঞ্জাব অধিনায়ককে?

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান ধাওয়ান। বেশ কয়েকটা ম্যাচে তাঁকে পাবে না পঞ্জাব। পর পর হারের সঙ্গে অধিনায়কের চোট চাপ বৃদ্ধি করেছে পঞ্জাব ফ্র্যাঞ্চাইজ়ির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৪:২৭
Share:

শিখর ধাওয়ান। —ফাইল চিত্র।

আইপিএলের লড়াই কিছুটা চাপে রয়েছে পঞ্জাব কিংস। সেই চাপ আরও বৃদ্ধি করলেন অধিনায়ক শিখর ধাওয়ান। কাঁধে চোট পেয়েছেন পঞ্জাব অধিনায়ক। জানিয়েছেন পঞ্জাব ফ্র্যাঞ্চাইজ়ির কোচ সঞ্জয় বাঙ্গার।

Advertisement

পঞ্জাবের হয়ে সম্ভবত পরের দু’তিনটি ম্যাচ খেলে পারবেন না ধাওয়ান। শনিবার পঞ্জাব কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচেও তিনি খেলতে পারেননি। তাঁর পরিবর্তে পঞ্জাবকে নেতৃত্ব দেন সাম কারেন। খেলার পর পঞ্জাব কোচ বলেছেন, ‘‘ধাওয়ানের কাঁধে চোট রয়েছে। মাঠে ফিরতে সাত থেকে ১০ দিন সময় লাগবে। ধাওয়ান অত্যন্ত অভিজ্ঞ ওপেনার। কেমন খেলে সবাই জানেন। ওকে না পাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য ক্ষতি।’’

সম্পূর্ণ সুস্থ হয়ে ধাওয়ান ঠিক কবে মাঠে ফিরতে পারবেন, তা জানাননি বাঙ্গার। তবে পঞ্জাব শিবির সূত্রে খবর, সব ঠিক থাকলে ধাওয়ান হয়তো আগামী ২৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ম্যাচে খেলতে পারেন। স্বস্তির হল, ধাওয়ানের কাঁধের চোট খুব গুরুতর নয়। গত ১০ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন পঞ্জাব অধিনায়ক।

Advertisement

এ বারের আইপিএলে ধাওয়ান এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে করেছেন ১৫২ রান। তাঁর গড় ৩০.৪০। স্ট্রাইক রেট ১২৫.৬১। সর্বোচ্চ ৭০। একটি অর্ধশতরান করেছেন। পয়েন্ট তালিকায় পঞ্জাব রয়েছে অস্টম স্থানে। ছ’টি ম্যাচের মধ্যে জয় পেয়েছে দু’টিতে। পয়েন্ট চার। ধাওয়ানের দলের নেট রান রেট -০.২১৮।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement