দুরন্ত গতিতে ছুটছে মুম্বই

ইনদওরের দর্শকরা সম্ভবত মাঠে ভিড় জমিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল বনাম কায়রন পোলার্ডের ব্যাটিং তাণ্ডব দেখার জন্য। কিন্তু তাঁরা দেখলেন, দুই ওপেনারের বিধ্বংসী ইনিংস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ০৩:৪৭
Share:

ধারাবাহিক: তিন নম্বর হাফ সেঞ্চুরি নীতীশের। ছবি: পিটিআই।

ইনদওরের দর্শকরা সম্ভবত মাঠে ভিড় জমিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল বনাম কায়রন পোলার্ডের ব্যাটিং তাণ্ডব দেখার জন্য। কিন্তু তাঁরা দেখলেন, দুই ওপেনারের বিধ্বংসী ইনিংস।

Advertisement

হাসিম আমলা বনাম জস বাটলার। যে লড়াইয়ে কিংগস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে টিমকে জেতালেন মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার।

প্রথমে ব্যাট করে ৬০ বলে ১০৪ করে অপরাজিত থাকেন আমলা। যার দৌলতে কিংগস ইলেভেন পঞ্জাব তোলে ১৯৮-৪। ইনিংসের মাঝে নিশ্চয়ই কিছুটা স্বস্তিতে ছিল পঞ্জাব শিবির। কিন্তু খেলা শুরু হওয়ার পরে একটা ঝড় আছড়ে পড়ে পঞ্জাবের ওপর। মুম্বইয়ের ব্যাটিং ঝড়। যে ব্যাটিংকে নেতৃত্ব দিলেন ইংরেজ ওপেনার বাটলার। আমলা সেঞ্চুরি পেয়েছিলেন। বাটলার অবশ্য আউট হয়ে গেলেন ৩৭ বলে ৭৭ রান করে। পঞ্জাবের রান মাত্র দু’উইকেট হারিয়ে, ২৭ বল বাকি থাকতে তুলে দিল মুম্বই। আরও একটা হাফ সেঞ্চুরি করে গেলেন নীতীশ রানা। এই নিয়ে এ বারের আইপিএলে তৃতীয় হাফসেঞ্চুরি করলেন দিল্লির এই তরুণ ব্যাটসম্যান।

Advertisement

আরও পড়ুন: সবুজ দর্শনে চাপে লায়ন্স

হাসিম আমলা-কে কেনার জন্য আইপিএলের দলগুলো যে খুব মুখিয়ে ছিল, এমন বলা যাবে না। কিন্তু এই আইপিএলে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান দেখিয়ে দিচ্ছেন, টি-টোয়েন্টি ক্রিকেটটাও তাঁর ভাল মতো আসে। দশম আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরিটা করে।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে আবার ওপেনিং জুটি বদলায় কিংগস ইলেভেন পঞ্জাব। তবে এ বার কিছুটা বাধ্য হয়ে। আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা মনন ভোরা অসুস্থ থাকায় বৃহস্পতিবার তাঁর জায়গায় ইনিংস ওপেন করেন শন মার্শ। কিন্তু রান পাননি এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান। মাত্র ২৬ রান করেছেন তিনি। তিন নম্বরে ঋদ্ধিমান সাহাও রান পাননি। তাঁর সংগ্রহ ১১। পঞ্জাব ইনিংসকে আমলা ছাড়াও টানলেন ম্যাক্সওয়েল (১৮ বলে ৪০)।

স্কোরকার্ড

কিংগস ইলেভেন পঞ্জাব ১৯৮-৪ (২০)

মুম্বই ইন্ডিয়ান্স ১৯৯-২ (১৫.৩)

কিংগস ইলেভেন পঞ্জাব

হাসিম আমলা ন.আ. ১০৪

মার্শ ক পোলার্ড বো ম্যাকলেনাঘান ২৬

ঋদ্ধিমান সাহা বো ক্রুনাল ১১

গ্লেন ম্যাক্সওয়েল বো বুমরাহ ৪০

স্টয়নিস ক পোলার্ড বো ম্যাকলেনাঘান১২

অক্ষর পটেল ন.আ. ৪

অতিরিক্ত ১২

মোট ১৯৮-৪

পতন: ৪৬-১ (শন মার্শ, ৫.৫), ৮০-২ (ঋদ্ধিমান, ১০.৬), ১৬৩-৩ (ম্যাক্সওয়েল, ১৬.৩), ১৬৬-৪ (স্টয়নিস, ১৭.২)।

বোলিং: হার্দিক পাণ্ড্য ২-০-১৮-০, ম্যাকলেনাঘান ৪-০-৪৬-২, হরভজন সিংহ ২-০-১২-০,
লাসিথ মালিঙ্গা ৪-০-৫৮-০, ক্রুণাল পাণ্ড্য ৪-০-২৯-১, জসপ্রীত বুমরাহ ৪-০-৩০-১।

মুম্বই ইন্ডিয়ান্স

পার্থিব ক ম্যাক্সওয়েল বো স্টয়নিস ৩৭

বাটলার ক ম্যাক্সওয়েল বো মোহিত ৭৭

নীতীশ রানা ন.আ. ৬২

হার্দিক পাণ্ড্য ন.আ. ১৫

অতিরিক্ত ৮ মোট ১৯৯-২

পতন: ৮১-১ (পার্থিব, ৫.৫), ১৬৬-২ (বাটলার, ১৩.১)।

বোলিং: সন্দীপ শর্মা ৩-০-৩৯-০, ইশান্ত শর্মা ৪-০-৫৮-০, মোহিত শর্মা ২.৩-০-২৯-১,

মার্কাস স্টয়নিস ২-০-২৮-১, অক্ষর পটেল ২-০-২০-০, স্বপ্নিল সিংহ ২-০-২২-০।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement