Mumbai Indians

দুই ব্যাটারের জন্য ৪০ হাজার টাকা ক্ষতি হল মুম্বই ইন্ডিয়ান্সের, কারা কী করলেন?

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে অনুশীলন করতে নেমে বড় ক্ষতি হয়ে গেল তাদের। ৪০ হাজার টাকা ক্ষতি হয়ে গেল। কী হয়েছে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ১৬:৫০
Share:

মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ছবি: পিটিআই।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে অনুশীলন করতে নেমে বড় ক্ষতি হয়ে গেল তাদের। ৪০ হাজার টাকা ক্ষতি হয়ে গেল তাদের। দুই ব্যাটারের মারা শট ভেঙে দিল বেশ কয়েকটি ক্যামেরা। সেই ঘটনার ভিডিয়ো দেওয়া হয়েছে দলের তরফে।

Advertisement

দিল্লি ম্যাচের আগে অনুশীলন করতে নেমেছিলেন সূর্যকুমার যাদব এবং টিম ডেভিড। ব্যাট করার সময় তাঁদের শরীরের নড়াচড়া লক্ষ করার জন্য দু’টি ক্যামেরা নির্দিষ্ট স্থানে বসানো ছিল। কিন্তু সে সব ভুলে দুই ক্রিকেটার শট খেলতে এমনই মগ্ন হয়ে পড়েন যে দু’জনের শটই ক্যামেরা ভেঙে দেয়। মুম্বইয়ের তরফে বেশ কয়েকটি ভিডিয়োর একটি কোলাজ প্রকাশ করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, সব ক্ষতির মূল্য ৪০ হাজার টাকা।

আট ম্যাচে তিনটি জয় পেয়ে মুম্বই এখন আইপিএলের পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে। প্লে-অফের আশা জিইয়ে রাখতে গেলে তাদের জিততেই হবে দিল্লির বিরুদ্ধে। গত ৭ এপ্রিল এই দিল্লিকে হারিয়েই প্রথম জয় পেয়েছিল মুম্বই। এ বার ‘ডাবল’ করার সুযোগ রয়েছে তাদের সামনে।

Advertisement

অন্য দিকে, দিল্লি ৯টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতেছে। তারা পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে। মুম্বইকে হারাতে পারলে আরও ভাল জায়গায় চলে আসবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement