Rohit Sharma

পঞ্জাব ম্যাচের আগে হঠাৎ ২০ বছর বয়সি রোহিতের সঙ্গে দেখা ৩৬-এর রোহিতের, তার পর...

আইপিএলে বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের আগে ২০ বছর বয়সি রোহিত শর্মার সঙ্গে দেখা হয়ে গেল ৩৬ বছর বয়সি রোহিতের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ২২:৪৪
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

রোহিত শর্মার মুখোমুখি রোহিত শর্মা। এক জনের বয়স ৩৬ বছর। অন্য জনের ২০। আইপিএলে বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের আগে নিজের সঙ্গেই দেখা হল রোহিতের।

Advertisement

পঞ্জাবের ঘরের মাঠ মুল্লানপুরে খেলতে নামবে মুম্বই। মুল্লানপুর স্টেডিয়ামের সাজঘরে ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের একটি ছবি রয়েছে। সেখানেই দেখা যাচ্ছে তরুণ রোহিতকে। তখন সবে ভারতীয় দলে জায়গা হয়েছে তাঁর।

রোহিতের সেই ছবি দেখতে পান মুম্বইয়ের বিদেশি ক্রিকেটার রোমারিয়ো শেফার্ড। তিনি রোহিতকে ছবিটি দেখান। সেটি দেখে কিছু ক্ষণ থমকে যান রোহিত। হেসে ফেলেন তিনি। তার পরে বলেন, “তখন ছোট্ট ছেলে ছিলাম। দাড়িও ওঠেনি।” সে কথা শুনে শেফার্ড জিজ্ঞাসা করেন, “তখন বয়স কত ছিল?” রোহিত জবাবে বলেন, “২০ বছর।”

Advertisement

চলতি আইপিএলে মুম্বই খারাপ খেললেও ব্যাট হাতে ভাল ফর্মে রয়েছেন রোহিত। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শতরান করেছেন তিনি। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত টিকে থেকেছেন রোহিত। তার পরেও অবশ্য জিততে পারেনি মুম্বই। পঞ্জাবের বিরুদ্ধে আবার জয়ে ফেরার লক্ষ্যে নামবেন রোহিতেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement