IPL 2023

চেন্নাই নয়, ‘সুইৎজ়ারল্যান্ডে’ আইপিএল খেলতে নামলেন ধোনিরা!

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে নিজের ২০০তম ম্যাচে খেলতে নেমেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। কিন্তু চেন্নাইয়ে নয়, ‘সুইৎজ়ারল্যান্ডে’ খেলছেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৯:৩০
Share:

এ বারও আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে নিজের ২০০তম ম্যাচে খেলতে নামছেন মহেন্দ্র সিংহ ধোনি। এই মাইলফলকের আগে ধোনির মনে হচ্ছে, তাঁরা চেন্নাইয়ে নন, সুইৎজ়ারল্যান্ডে খেলতে নামছেন। কেন এমনটা মনে হচ্ছে ধোনির?

Advertisement

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতেছে চেন্নাই। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। এ বারের আইপিএলের শুরুটা অন্য স্টেডিয়ামে করেছিল চেন্নাই। রাজস্থানের বিরুদ্ধে নতুন স্টেডিয়ামে খেলছেন তাঁরা। সেই অনুভূতি বোঝাতে গিয়ে ধোনি বলেছেন, ‘‘আমরা পুরনো স্টেডিয়ামে খেলা শুরু করেছিলাম। ওখানে খুব গরম লাগত। কিন্তু এই স্টেডিয়ামে মনে হচ্ছে যেন সুইৎজ়ারল্যান্ডে আছি। খেলতে অনেক সুবিধা হচ্ছে।’’

আইপিএলের শুরুর বছর থেকে চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। মাঝে দু’বছর সিএসকে নির্বাসিত হওয়ায় রাইজিং পুণে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন তিনি। ১৫ বছর আগের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ধোনি। তিনি বলেছেন, ‘‘খুব ভাল লাগছে। দর্শকরা সবসময় পাশে থেকেছেন। ক্রিকেটের একটা বিবর্তনের সাক্ষী থেকেছি। টি-টোয়েন্টি ক্রিকেট ধীরে ধীরে কী ভাবে বদলেছে সেটা দেখতে পেয়েছি।’’

Advertisement

এ বারই হয়তো শেষ বার চেন্নাইয়ের জার্সি পরে খেলছেন তিনি। পরের বছর খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তাই এই বছরকে স্মরণীয় করে রাখতে চাইছেন তিনি। প্রতিযোগিতার শুরুটা খারাপ হয়নি ধোনিদের। প্রথম ম্যাচে হারের পরে দু’টি ম্যাচ জিতেছেন তাঁরা। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement