IPL 2023

আইপিএলে নজির ধোনির! কোহলিদের বিরুদ্ধে বড় মাইলফলক চেন্নাই অধিনায়কের

আইপিএলে নজির গড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই নজির গড়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৫:১৩
Share:

এ বারের আইপিএলে আবার চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র

আইপিএলে বড় নজির গড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই নজির গড়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। আইপিএলে বিরাট কোহলিদের বিরুদ্ধে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় যুগ্ম ভাবে শীর্ষে ধোনি।

Advertisement

এত দিন এই তালিকায় শীর্ষে ছিলেন ডেভিড ওয়ার্নার। এ বারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তিনি। আরসিবির বিরুদ্ধে ২১টি ম্যাচ খেলে ৮৩৯ রান করেছেন ওয়ার্নার। সোমবারের ম্যাচে নামার আগে ৩০ ম্যাচে ৮৩৮ রান ছিল ধোনির। অর্থাৎ, চিন্নাস্বামীতে ২ রান করলেই ওয়ার্নারকে টপকে যেতেন ধোনি। কিন্তু কোহলিদের বিরুদ্ধে মাত্র ১টিই বল খেলার সুযোগ পান তিনি। করেন ১ রান। ফলে ৩১ ম্যাচে ৮৩৯ রান করে ওয়ার্নারকে ধরে ফেলেছেন ধোনি।

বেঙ্গালুরুর বিরুদ্ধে রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ৩০ ম্যাচে ৭৮৬ রান করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। চেন্নাইয়ের আর এক ক্রিকেটার অম্বাতি রায়ডুও আরসিবির বিরুদ্ধে অনেক রান করেছেন। ২৪ ম্যাচে ৭১৪ রান রয়েছে এই ডানহাতি ব্যাটারের।

Advertisement

ধোনির নজিরের দিনে ম্যাচও জিতেছে চেন্নাই। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান করে চেন্নাই। ডেভন কনওয়ে ৮৩ ও শিবম দুবে ৫২ রান করেন। জবাবে একটা সময় মনে হচ্ছিল ম্যাচ জিতে যাবে আরসিবি। কিন্তু শেষ দিকে পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত ৮ রানে ম্যাচ হারেন কোহলিরা। ফ্যাফ ডুপ্লেসি ৬২ ও গ্লেন ম্যাক্সওয়েল ৭৬ রান করেও দলকে জেতাতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement