শ্রেয়স আয়ার। — ফাইল চিত্র।
১০.৫৬-এ খেলা শুরু করতেই হত। টসের পরে বৃষ্টি ফেরায় তা হল না। ম্যাচ বাতিল করে দিলেন আম্পায়ারেরা।
পাঁচ নয়, সাত ওভারের ম্যাচ হতে চলেছে। আগে রাজস্থান ব্যাট করবে।
অনেক দিন পরে আবার শ্রেয়স আয়ার টসে জিতলেন। একটুও না ভেবে আগে বল করার সিদ্ধান্ত নিলেন তিনি।
আম্পায়ারেরা ১০.২৫ পরীক্ষা করতে আসবেন। তখনই নির্ধারিত হয়ে যাবে ম্যাচ হবে কি না।
ন্যুনতম ৫ ওভার খেলা হওয়ার জন্য রাত ১০.৫৬ মিনিটের মধ্যে খেলা শুরু করতেই হবে। না হলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হবে।
বৃষ্টি হয়েই চলেছে গুয়াহাটিতে। কখনও কমছে, কখনও বাড়ছে। মাঠ এখনও আবরণে ঢাকা। বজ্রপাতও হয়েছে বেশ কয়েক বার।
বৃষ্টি কমেনি এখনও। কলকাতা-রাজস্থান ম্যাচের ওভার নিশ্চিত ভাবেই কমতে চলেছে। তবে খেলা আদৌ হবে কি না, তা এখনও পরিষ্কার নয়।
গুয়াহাটিতে বৃষ্টির বেগ বাড়ল। এক ঘণ্টা অপেক্ষা করা হবে। তার পর থেকে ওভার কমতে শুরু করবে।
খুব জোরে নয়। তবে একটানা ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে গুয়াহাটিতে। টস বা খেলা শুরু, কোনওটির পক্ষেই এই আবহাওয়া উপযুক্ত নয়।