RR vs KKR

গুয়াহাটিতে বৃষ্টির কারণে ভেস্তে গেল কলকাতা-রাজস্থানের ম্যাচ

রাজস্থানের বিরুদ্ধে রবিবার আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা। এই ম্যাচে জিতুক বা হারুক, কলকাতা থাকবে এক নম্বরেই। রাজস্থানকে জিততেই হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ১৯:০১
Share:

শ্রেয়স আয়ার। — ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ২২:৫৫ key status

টস হওয়ার পরেই বৃষ্টি, বাতিল ম্যাচ

১০.৫৬-এ খেলা শুরু করতেই হত। টসের পরে বৃষ্টি ফেরায় তা হল না। ম্যাচ বাতিল করে দিলেন আম্পায়ারেরা।

শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ২২:৩৬ key status

গুয়াহাটিতে সাত ওভারের ম্যাচ

পাঁচ নয়, সাত ওভারের ম্যাচ হতে চলেছে। আগে রাজস্থান ব্যাট করবে।

Advertisement
শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ২২:৩৫ key status

টসে জিতল কলকাতা

অনেক দিন পরে আবার শ্রেয়স আয়ার টসে জিতলেন। একটুও না  ভেবে আগে বল করার সিদ্ধান্ত নিলেন তিনি।

শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ২২:১৭ key status

পিচের কভার সরানো হল

আম্পায়ারেরা ১০.২৫ পরীক্ষা করতে আসবেন। তখনই নির্ধারিত হয়ে যাবে ম্যাচ হবে কি না।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ২১:৪৮ key status

খেলা শুরুর শেষ সময় কখন?

ন্যুনতম ৫ ওভার খেলা হওয়ার জন্য রাত ১০.৫৬ মিনিটের মধ্যে খেলা শুরু করতেই হবে। না হলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হবে।

শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ২১:৪৭ key status

এখনও খেলা শুরু হওয়ার আশ্বাস নেই

বৃষ্টি হয়েই চলেছে গুয়াহাটিতে। কখনও কমছে, কখনও বাড়ছে। মাঠ এখনও আবরণে ঢাকা। বজ্রপাতও হয়েছে বেশ কয়েক বার।

শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ২০:৩২ key status

কমতে চলেছে ওভার

বৃষ্টি কমেনি এখনও। কলকাতা-রাজস্থান ম্যাচের ওভার নিশ্চিত ভাবেই কমতে চলেছে। তবে খেলা আদৌ হবে কি না, তা এখনও পরিষ্কার নয়।

শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ১৯:৩৯ key status

বাড়ল বৃষ্টি

গুয়াহাটিতে বৃষ্টির বেগ বাড়ল। এক ঘণ্টা অপেক্ষা করা হবে। তার পর থেকে ওভার কমতে শুরু করবে।

শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ১৯:২৪ key status

ঝিরিঝিরি বৃষ্টি

খুব জোরে নয়। তবে একটানা ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে গুয়াহাটিতে। টস বা খেলা শুরু, কোনওটির পক্ষেই এই আবহাওয়া উপযুক্ত নয়।

শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ১৯:০৩ key status

টসের আগেই শুরু বৃষ্টি

গুয়াহাটিতে কলকাতা-রাজস্থান ম্যাচের টস নির্ধারিত সময়ে হল না। ক্রিকেটারেরা ওয়ার্ম-আপ থামিয়ে ফিরে গেলেন সাজঘরে। পিচ ঢেকে দেওয়া হয়েছে। বৃষ্টি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement