বেঙ্গালুরুর বিরুদ্ধে রান তাড়া করতে নেমেছে চেন্নাই। ছবি: আইপিএল।
ক্যামেরন গ্রিনের স্লোয়ার বল ছিল। লং অফের উপর দিয়ে ছয় মারতে গিয়ে বাউন্ডারির ধারে ক্যাচ দিলেন ড্যারিল মিচেল।
ভাল খেলছিলেন রাহানে। ২৭ রান করে ক্যামেরন গ্রিনকে ছক্কা মারতে গিয়ে আউট হলেন তিনি। তৃতীয় উইকেট হারাল চেন্নাই।
আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ঝোড়ো ব্যাট করছিলেন রবীন্দ্র। একের পর এক বড় শট খেলছিলেন তিনি। সেই বড় শট খেলতে গিয়েই ৩৭ রানের মাথায় আউট হলেন তিনি।
চেন্নাইয়ের প্রথম উইকেট পড়ল। ভাল শুরু করেও ১৫ রানে আউট হলেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ। আউট করলেন বেঙ্গালুরুর ইমপ্যাক্ট প্লেয়ার যশ দয়াল।
৯৫ রানের জুটি বাঁধলেন অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিক। শেষ বলে রান আউট হলেন রাওয়াত। ৬ উইকেটে ১৭৩ রানে শেষ হল বেঙ্গালুরুর ইনিংস। রাওয়াত ৪৮ ও কার্তিক ৩৮ রান করলেন।
অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিকের ব্যাটে ম্যাচে ফিরছে বেঙ্গালুরু। তুষার দেশপাণ্ডের এক ওভারে এসেছে ২৫ রান। ১৮ ওভারে দলের রান ৫ উইকেটে ১৪৮। রাওয়াত ৪১ ও কার্তিক ২৬ রানে ব্যাট করছেন। ভাল শেষ করার চেষ্টা করছেন তাঁরা।
আবার এক ওভারে জোড়া উইকেট নিলেন মুস্তাফিজুর। বাংলাদেশের পেসারের কাটার বুঝতে না পেরে বোল্ড হয়ে যান ক্যামেরন গ্রিন। ১৮ রান করে ফেরেন গ্রিন। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে বেঙ্গালুরু।
কোহলিকেও ফেরালেন মুস্তাফিজুর রহমান। তাঁর বাউন্সারে ছক্কা মারতে যান কোহলি। বাউন্ডারিতে যৌথ প্রচেষ্টায় ক্যাচ ধরেন অজিঙ্ক রাহানে ও রবীন্দ্র। ২১ রান করে সাজঘরে ফেরেন কোহলি।
৩ উইকেট পড়ার পরে আরসিবির ইনিংস টানছেন বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিন। দ্রুত রান না উঠলেও আর উইকেট পড়েনি। ১০ ওভারে আরসিবির রান ৭৫। কোহলি ২১ ও গ্রিন ১৬ রানে ব্যাট করছেন।
রান পেলেন না ম্যাক্সওয়েল। দীপক চাহারের বলে শূন্য রানে ফিরলেন তিনি। পটীদারের পরে ম্যাক্সওয়েলের ক্যাচও ধরলেন ধোনি। ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে বেঙ্গালুরু।
চেন্নাইকে খেলায় ফেরালেন মুস্তাফিজুর। ডুপ্লেসির পরে একই ওভারে রজত পটীদারকে শূন্য রানে আউট করলেন তিনি। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারাল আরসিবি।
ভাল খেলছিলেন ডুপ্লেসি। কিন্তু মুস্তাফিজুর রহমান প্রথম ওভারেই আউট করলেন তাঁকে। বাংলাদেশের পেসারের বল তুলে মারতে গিয়ে আউট হলেন তিনি। ভাল ক্যাচ ধরলেন রাচিন রবীন্দ্র। ৪১ রানে প্রথম উইকেট পড়ল আরসিবির। ডুপ্লেসি করলেন ৩৭ রান।
দীপক চাহারের এক ওভারে চারটি চার মেরেছেন ডুপ্লেসি। ঝোড়ো ব্যাটিং শুরু করেছেন তিনি।
ভাল শুরু করেছেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ১৪ রান করে খেলছেন তিনি। সঙ্গী বিরাট কোহলি করেছেন ১ রান।
খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত গাইলেন সোনু নিগম। তাঁর সঙ্গে গলা মেলালেন দু’দলের ক্রিকেটার, ম্যাচ আধিকারিক ও দর্শকেরা।
রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি, সমীর রিজ়ভি, দীপক চাহার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান।
ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পটীদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, কর্ণ শর্মা, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ।
প্রথম ম্যাচে টস জিতল বেঙ্গালুরু। শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি। অর্থাৎ, ঘরের মাঠে প্রথমে বল করবে চেন্নাই সুপার কিংস।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চে উঠলেন বোর্ড সভাপতি রজার বিন্নি, সচিব জয় শাহ ও অন্য আধিকারিকেরা। উঠলেন এআর রহমান, অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও সোনু নিগম। তার পরে মঞ্চে উঠলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি। পরে ট্রফি নিয়ে উঠলেন চেন্নাইয়ের নতুন অধিনায়ক রুতুরাজ।