বল করতে নেমে ভাল অধিনায়কত্ব করলেন রাহুল। ঠিক সময়ে বোলার বদল করলেন। তার ফলে উইকেট এল। মাঝের সময়ে আবেশ খানকে নিয়ে এসে উইকেট তুলে নেন রাহুল। শেষ দিকে যখন মনে হচ্ছে নিকোলাস পুরান হায়দরাবাদকে জিতিয়ে দেবেন তখনও আবেশকে বলে আনেন তিনি। এক ওভারে পুরান ও আব্দুল সামাদকে আউট করে ম্যাচের ছবি বদলে দেন আবেশ।
ভাল অধিনায়কত্ব করেছেন রাহুল ছবি: টুইটার
আবেশ খান নিয়েছেন ৪ উইকেট। দু’টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন ক্রুণাল পাণ্ড্য। কিন্তু গোটা ম্যাচে দুরন্ত খেললেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। প্রথমে ব্যাট হাতে ৬৮ রান করার পাশাপাশি ভাল অধিনায়কত্ব করলেন। তাই আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা রাহুল।
প্রথমে ব্যাট করতে নেমে লখনউয়ের ওপেনার কুইন্টন ডিকক তাড়াতাড়ি আউট হয়ে যান। রান পাননি আগের ম্যাচে ভাল খেলা এভিন লুইসও। খারাপ ফর্ম অব্যাহত মনীশ পাণ্ডের। কিন্তু সেই পরিস্থিতি থেকে দলকে টেনে তুললেন রাহুল। দীপক হুডার সঙ্গে জুটি বাঁধলেন। প্রথমে সামলে খেললেও এক বার হাত সেট হয়ে যাওয়ার পরে বড় শট খেললেন। শেষ পর্যন্ত ৫০ বলে ৬৮ রান করে আউট হন তিনি।
বল করতে নেমে ভাল অধিনায়কত্ব করলেন রাহুল। ঠিক সময়ে বোলার বদল করলেন। তার ফলে উইকেট এল। মাঝের সময়ে আবেশ খানকে নিয়ে এসে উইকেট তুলে নেন রাহুল। শেষ দিকে যখন মনে হচ্ছে নিকোলাস পুরান হায়দরাবাদকে জিতিয়ে দেবেন তখনও আবেশকে বলে আনেন তিনি। এক ওভারে পুরান ও আব্দুল সামাদকে আউট করে ম্যাচের ছবি বদলে দেন আবেশ। গুরুত্বপূর্ণ সময়ে মার্করাম ও ওয়াশিংটন সুন্দরের ক্যাচও ধরেন তিনি। রাহুলের ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর অধিনায়কত্বের জন্য তাঁকে ম্যাচের সেরা বেছে নিয়েছে আনন্দবাজার অনলাইন।