হারার পর হতাশ কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম, বোলিং কোচ ভরত অরুণ। ছবি: আইপিএল
পর পর দু’টি ম্যাচে হারল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসের কাছে আগের ম্যাচে হারার পর শুক্রবার কলকাতা হারল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। কেন হারতে হল কলকাতাকে, পাঁচ কারণ বিশ্লেষণ করছে আনন্দবাজার অনলাইন।
এক, পাওয়ার প্লে-র সুবিধে নিতে না পারা। ছয় ওভারে মাত্র ৩৮ রান ওঠে, কলকাতাকে হারাতে হয় তিন উইকেট।
দুই, ঘাসের উইকেটে টিম সাউদিকে না খেলানো।
তিন, আন্দ্রে রাসেল বল করতে এসেই বিপজ্জনক কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দেন। কিন্তু তাঁকে সেই স্পেলে আর বল দেওয়া হয়নি। এর পরেও তিনি বল করতে এসে রাহুল ত্রিপাঠিকে ফিরিয়ে দিয়ে ৯৪ রানের জুটি ভাঙেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
চার, বরুণ চক্রবর্তী চূড়ান্ত ব্যর্থ। তিন ওভারে ৪৫ রান দেন। চারটি ছয় হয় তাঁর বলে।
পাঁচ, রাসেল এবং নীতীশ রানা ভাল ব্যাট করলেও কলকাতা প্রচুর ‘ডট বল’ খেলেছে। হায়দরাবাদের ক্ষেত্রে এই সংখ্যাটা যেখানে ৩৫, কলকাতার ক্ষেত্রে সংখ্যাটা ৫৮।