কলকাতা নাইট রাইডার্স দল। — ফাইল চিত্র।
আইপিএলে কলকাতা বনাম রাজস্থান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। একটি বলও খেলা হল না ম্যাচে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ছিল খেলা। রাত ১০.৫৬ পর্যন্ত অপেক্ষা করেও ম্যাচ শুরু করা যায়নি। ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করল সানরাইজার্স হায়দরাবাদ। আগামী মঙ্গলবার কলকাতার বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে খেলবে তারা। পরের দিন এলিমিনেটরে মুখোমুখি রাজস্থান এবং বেঙ্গালুরু। রাজস্থান শেষ করল তৃতীয় স্থানে।
রবিবার ম্যাচের আগে থেকেই বৃষ্টি শুরু হয়। ফলে নির্ধারিত সময়, অর্থাৎ সন্ধ্যা ৭টায় টস করা যায়নি। বিভিন্ন সময়ে সেই বৃষ্টি বেড়েছে বা কমেছে। রাত ১০.০৭ মিনিট নাগাদ বৃষ্টি পুরোপুরি থামে। কিন্তু আউটফিল্ড ভিজে থাকায় তখনই খেলা শুরু করার ঝুঁকি নিতে চাননি আম্পায়ারেরা। রাত ১০.২৫ নাগাদ মাঠ পরীক্ষা করেন আম্পায়ারেরা। সন্তুষ্ট হওয়ার পর টস হয়। সেই টসে জেতেন শ্রেয়স আয়ার। সঙ্গে সঙ্গে তিনি বল করার সিদ্ধান্ত নেন। আম্পায়ারেরা জানান, ম্যাচ হবে সাত ওভারের।
ক্রিকেটারেরা জার্সি পরে যখন মাঠে নামার জন্য তৈরি, তখন আবার বৃষ্টি নামে। ফের পিচ এবং আশেপাশের অংশ ঢেকে ফেলা হয় কভারে। সেই বৃষ্টির তেজ এতটাই বেশি ছিল যে বোঝাই গিয়েছিল ম্যাচের পরিণতি কী হতে চলেছে। অন্তত পাঁচ ওভারের খেলা শুরু করার শেষ সময় ছিল রাত ১০.৫৬ মিনিট। তার মধ্যে খেলা শুরু করতে না পারায় বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা।