চিন্তায় কেকেআর, চিন্তায় অধিনায়কও।
একটা মত হচ্ছে, ঋষি ধবন শেষ ওভারে ওই ক্যাচটা ধরতে পারলে, রবিবার রাতেও মুম্বইয়ে ভালই পার্টি হতো।
আর একটা মত হচ্ছে, ঋষির ক্যাচ ফেলাটা নিছকই দুর্ঘটনা। কলকাতা নাইট রাইডার্সের রোগটা কিন্তু আরও গভীরে। দশম আইপিএলের প্রথম দু’টো ম্যাচ খেলা কেকেআরের পারফরম্যান্সের ময়নাতদন্তের পরে খলনায়ক হিসেবে উঠে আসছে ডেথ ওভার বোলিং।
গুজরাতের বিরুদ্ধে ম্যাচে দেখা গিয়েছিল। মুম্বইয়ের সঙ্গেও একই সমস্যা দেখা গেল। শেষ ৫ ওভারে ৬৪ রান তুলে ম্যাচ বার করে নিয়ে গেল মুম্বই। তাও পাঁচটা উইকেট হারানোর পরে। মুম্বইয়ে কেকেআর ইনিংসকে টানলেন যিনি, সেই মণীষ পাণ্ডে ম্যাচের পরে নিজেই বলছিলেন ডেথ বোলিংয়ের কথা। ‘‘আমাদের ডেথ বোলিংটা সমস্যা হয়ে যাচ্ছে। গুজরাতের পরে এখানেও একই ঘটনা ঘটল। এই ব্যাপারটা নিয়ে খুব দ্রুত ভাবতে হবে। মিটিংয়ে আলোচনা করতে হবে।’’ মণীশ যোগ করছেন, ‘‘আসলে বোলারদের ইয়র্কারটা ঠিকঠাক ফেলতে হবে। ম্যাচে ওরা কিছু মিস করেছে, আমরা কিছু মিস করেছি। তবে আমার মনে হয় সমস্যাটা আমরা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারব।’’
উমেশ যাদব প্রথম দু’টো ম্যাচে খেলেননি। দুই বিদেশি ফাস্ট বোলার— ক্রিস ওক্স এবং ট্রেন্ট বোল্ট ডেথ ওভারে রান আটকাতে ব্যর্থ। এই অবস্থায় গৌতম গম্ভীর অতীতে যাঁর কাছে বার বার ফিরে গিয়েছেন, সেই সুনীল নারাইনকে দেখে এখনও আত্মবিশ্বাসের চুড়োয়, এমনটা মনে হয়নি। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ হারার পরে রাতে শাহরুখ খান টুইট করেন, ‘‘একটুর জন্য পিছলে গেল, তবে ভাল খেলেছ।’’ মুম্বই থেকে হারের সঙ্গে লিন-আতঙ্ক নিয়েও ফিরতে হল কেকেআর-কে। এই নিয়ে একই জায়গায় বার তিনেক চোট পেয়ে গেলেন ক্রিস লিন। তবে মিডল অর্ডারে মণীশের ফর্ম কেকেআর টিম ম্যানেজমেন্টকে কিছুটা হলেও আশ্বস্ত করবে। ৪৭ বলে ৮১ রান করা মণীশ বলছিলেন, ‘‘আমার লক্ষ্য থাকে শেষ ওভার পর্যন্ত খেলা। যাতে ম্যাচটা শেষ করে আসতে পারি।’’
নাইটদের আর একটা সমস্যা হচ্ছে বিদেশি বাছাই নিয়ে। দুই বিদেশি পেসার খেলাতে হচ্ছে বলে সাকিব আল হাসান-কে বাইরে রাখতে হচ্ছে। কিন্তু সেটা বেশি দিন সম্ভব হবে বলে মনে হয় না।