কেকেআর পাবে না শাকিব আল হাসানকে। বাংলাদেশের ক্রিকেটারকে ছাড়াই নামতে হবে আইপিএলে। —ফাইল চিত্র
তিন বছর পরে আবার ঘরের মাঠে ফিরেছে আইপিএলে। আবার ইডেন গার্ডেন্সে খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচের আগে তৈরি কলকাতার দর্শকরা। কিন্তু কেকেআরের অন্দরে কি মেজাজ ফুরফুরে? কারণ, সোমবারই জানা গিয়েছে, গোটা আইপিএল থেকেই নাম তুলে নিতে আবেদন করেছেন শাকিব আল হাসান।
সোমবার রাতে একটি ভিডিয়ো পোস্ট করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে, ভিন্ন মত, ভিন্ন বিশ্বাসের শহর কলকাতা একটি বিষয়ে এক। সেটা হল কলকাতা নাইট রাইডার্সকে সমর্থন। সব বয়সের সমর্থক রয়েছে নাইটদের। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামার আগে তাঁরা তৈরি কলকাতাকে সমর্থনের বিষয়ে। নাইটদের ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘‘কলকাতা, আমরা তৈরি। তোমরা তৈরি তো?’’
আইপিএলের শুরুটা ভাল হয়নি কেকেআরের। প্রথম ম্যাচে পঞ্জাবের মাটিতে তাদের বিরুদ্ধে হারতে হয়েছে দলকে। প্রথম ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটার শাকিব ও লিটন দাসকে পায়নি কলকাতা। দ্বিতীয় ম্যাচে তাঁদের পাওয়ার সম্ভাবনা আগে থেকেই ছিল না। কিন্তু এ বার জানা গিয়েছে গোটা মরসুমেই শাকিবকে পাওয়া যাবে না।
বাংলাদেশের ক্রিকেটার আইপিএল থেকে নাম তুলে নিতে চেয়েছেন। কারণ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের পরে মে মাসে আবার তাদের বিরুদ্ধে এক দিনের সিরিজ় রয়েছে। দেশের খেলায় মন দিতে চান তিনি। তা ছাড়া কিছু ব্যক্তিগত কারণও দেখিয়েছেন শাকিব।
এই পরিস্থিতিতে নাইট রাইডার্সও শাকিবকে দলে রাখতে চাইছে না। কারণ, মরসুমের একটা বড় সময় তাঁকে পাওয়া যাবে না। শাকিবের বদলে অন্য কোনও ক্রিকেটার নেওয়ার আবেদন করেছে তারা। তবে লিটন এখনও দলে রয়েছেন।
এই আবহে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর। প্রতিপক্ষ বিরাট কোহলিরা। আগের ম্যাচেই তাঁরা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় জয় পেয়েছেন। তাই বিরাটদের বিরুদ্ধে লড়াই সহজ হবে না। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, নীতীশ রানারা থাকলেও শাকিব-হীন কেকেআর সেই লড়াইয়েরই প্রস্তুতি নিচ্ছে।