গোপন কথা ফাঁস করলেন আন্দ্রে রাসেল। —ফাইল চিত্র
প্রথম সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারতে হয়েছিল। এমন অবস্থায় বুধবার হারলে প্লে-অফে ওঠার রাস্তা কঠিন হয়ে যেত কলকাতা নাইট রাইডার্সের জন্য। বেঙ্গালুরুতে জয় পেতে কোন রাস্তা নিয়েছিল কেকেআর? সেই গোপন কথা ফাঁস করলেন আন্দ্রে রাসেল। বল হাতে দু’উইকেট নিয়ে দলকে জিতিয়ে রাসেল জানালেন তাঁদের পরিকল্পনার কথা। দল জেতায় স্বস্তিতে নাইট ওপেনার।
বুধবার চার ওভারে ২৯ রান দিয়ে দু’উইকেট নেন রাসেল। বিরাট কোহলির উইকেট নেন তিনি। ম্যাচ জিতে রাসেল বলেন, “এই জয়টা আমাদের খুব প্রয়োজন ছিল। শেষ কয়েকটা ম্যাচে আমরা বেশ পিছিয়ে পড়েছিলাম। জিতে ভাল লাগছে। দু’পয়েন্ট পেয়ে আমরা খুশি। প্রথমে ব্যাট করতে নেমে ২০০ রানের লক্ষ্য ঠিক করে নিয়েছিলাম আমরা। রান তোলার চাপ থাকাটা ভাল কাজ দেয়। সে আমরা প্রথমে ব্যাট করি বা পরে। দিনের শেষে রানটা তো তুলতে হয়।”
বুধবার কেকেআরের হয়ে ওপেন করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেন জেসন। তিনি পাঁচটি ছক্কা এবং চারটি চার মারেন। পাওয়ার প্লে-তে দ্রুত রান তোলার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন জেসন। প্রথমে ব্যাট করে ২০০ রান করে কেকেআর। জেসন ছাড়াও রান পেয়েছেন নীতীশ রানা। কেকেআর অধিনায়ক ২১ বলে ৪৮ রান করেন। তিন বলে ১২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ডেভিড উইজ়া। রাসেল ব্যাট হাতে সাফল্য পাননি।
কেকেআরের রান তাড়া করতে নেমে বিরাট কোহলির বেঙ্গালুরু শেষ হয়ে যায় ১৭৯ রানে। বিরাট ৩৭ বলে ৫৪ রান করেন। ১৮ বলে ৩৪ রান করেন মাহিপাল লোমরোর। কিন্তু বাকি ব্যাটাররা রান করতে পারেননি।
কেকেআরের পরের ম্যাচ ২৯ এপ্রিল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবে তারা। ইডেনে হবে সেই ম্যাচ।