ভারতীয় ক্রিকেটের দুই মহারথী আবার একে অন্যের মুখোমুখি। কিন্তু এ বার ছবিটা সামান্য বদলে গিয়েছে। বিরাট কোহালি দাঁড়িয়ে আছেন বিদায়ের দরজায়। মহেন্দ্র সিংহ ধোনি এখনও লড়াই আছেন। কিন্তু শনিবার হেরে গেলে পুণে সুপারজায়ান্টেরও প্লে-অফে ওঠা কঠিন হয়ে যাবে।
বিরাট অবশ্য এখনও ইতিবাচক ভাবেই পুরো ব্যাপারটা দেখছেন। বৃহস্পতিবার গুজরাত লায়ন্সের কাছে ম্যাচ হেরেও বলেছেন, ‘‘আমরা ক্লিনিক্যাল ক্রিকেট খেলতে পারছি না। এই হারগুলো হজম করা কঠিন। আমাদের আরও ভাল খেলতে হবে। মাঠে আরও লড়াকু মনোভাব দেখাতে হবে।’’
ঘরের মাঠে পুণের চিন্তা অবশ্য অন্য জায়গায়। বেন স্টোকসের সুস্থতা। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে পারেননি এই ইংরেজ অলরাউন্ডার। কাঁধে চোট থাকায়। স্টোকস এখনও পুরোপুরি সুস্থ হয়েছেন কি না, তা নিয়ে কোনও খবর নেই। বরং ব্রিটিশ মিডিয়া বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নাকি অনিশ্চিত স্টোকস। স্টোকস না খেলতে পারলে কিন্তু পুণের প্লে অফে ওঠার লড়াই অনেকটাই ধাক্কা খাবে। অন্য দিকে, সম্মানরক্ষার লড়াইয়ে কোহালি তাকিয়ে আছেন তাঁর ব্যাটসম্যানদের দিকেই। বলেছেন, ‘‘আমাদের ব্যাটসম্যানদের বড় রান তুলতেই হবে। আমরা নিজেদের ওপর বাড়তি চাপ তৈরি করতে চাই না। ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামব।’’ধোনি-কোহালি লড়াইয়ের পাশাপাশি শনিবারের অন্য ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামবে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে। গুজরাতের এখনও সামান্য আশা আছে প্লে-অফে যাওয়ার। কিন্তু শনিবার হেরে গেলে সেই আশাও মিলিয়ে যাবে। অপ্রতিরোধ্য মুম্বইকে সুরেশ রায়নারা থামাতে পারেন কি না, সেটাই দেখার।