Sports News

বৃষ্টিতে বন্ধ কলকাতা-হায়দরাবাদ ম্যাচ, লাইভ...

আইপিএল-এর এলিমিনেশন রাউন্ডের ম্যাচে মুখোমুখি কলকাতা ও হায়দরাবাদ। যে হারবে তার জন্যই শেষ হয়ে যাবে এ বারের মতো আইপিএল যাত্রা। নিউট্রাল ভেন্যুতে এদিন তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে দুই দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ২০:২৭
Share:

• বৃষ্টিতে আটকে কলকাতার ইনিংস। এখনও ব্যাট করতে নামতে পারেনি কলকাতা।

Advertisement

• ২০ ওভারে হায়দরাবাদ ১২৮/৭

• বোল্টের বলে লিনকে ক্যাচ দিয়ে ফিরলেন ওঝা। করলেন ১৬ রান।

Advertisement

• আউট....

• ১৯ ওভারে হায়দরাবাদ ১২১/৬।

• কুন্টার নাইলের বলে তাঁকেই ক্যাচ দিয়ে কোনও রান না করে ফিরলেন জর্ডন।

• আবার আউট...

• কুল্টার নাইলের বলে সূর্যকুমারকে ক্যাচ দিয়ে আউট শঙ্কর। করলেন ২২ রান।

• আউট...

• বোল্টকে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকালেন শঙ্কর ও ওঝা।

• ১৬ বলে হায়দরাবাদ ১০৩/৪।

• উমেশ যাদবের বলে চাওলাকে ক্যাচ দিয়ে আউট যুবরাজ। করলেন ৯ রান।

• আউট...

• ১৫ ওভারে‌ হায়দরাবাদ ৯৮/৩।

• ১৩ ওভারে হায়দরাবাদ ৮০/৩।

• ব্যাট করছেন যুবরাজ সিংহ ও বিজয় শঙ্কর।

• চাওলার বলে বোল্ড হয়ে ফিরলেন ডেভিড ওয়ার্নার। করলেন ৩৭ রান।

• আউট....

• ১২ ওভারে হায়দরাবাদ ৭৫/২।

• কুল্টার নাইলের বলে সূর্যকুমার যাদবকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন কেন উইলিয়ামসন। করলেন ২৪ রান।

• আউট.....

• ১১ ওভারে হায়দরাবাদ ৭১/১।

• নারিনকে ওয়ার্নারের ওভার বাউন্ডারি।

• কুল্টার নাইলকে উইলিয়ামসনের পর পর বাউন্ডারি ও ওভার বাউন্ডারি।

• ৯ ওভারে হায়দরাবাদ ৪৮/১।

• ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন।

• চাহালকে ছক্কা হাঁকালেন ওয়ার্নার।

• ৭ ওভারে হায়দরাবাদ ৩৭/১।

• এই ওভার থেকে এল মাত্র ২ রান।

• ৫ ওভারে হায়দরাবাদ ২৭/১।

• উমেশের বলে উথাপ্পাকে ক্যাচ দিয়ে মাত্র ১১ রান করে প্যাভেলি।নে ফিরলেন হায়দরাবাদের ওপেনার শিখর ধবন।

• আউট......

• ৪ ওভারে হায়দরাবাদ ২৫/০।

• ২ ওভারে হায়দরাবাদ ১৩/০।

• বল হাতে কেকেআর-এর হয়ে ওপেন করলেন উমেশ যাদব।

• ওপেম করতে এলেন ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন।

• টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল কলকাতা।

• ম্যাচ শুরু।

আইপিএল-এর এলিমিনেশন রাউন্ডের ম্যাচে মুখোমুখি কলকাতা ও হায়দরাবাদ। যে হারবে তার জন্যই শেষ হয়ে যাবে এ বারের মতো আইপিএল যাত্রা। নিউট্রাল ভেন্যুতে এদিন তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে দুই দল। একজন দু’বারের চ্যাম্পিয়ন কলকাতা। অন্যজন গতবারের চ্যাম্পিয়ন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement